আরব আমিরাতে বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫ পিএম

ছবি: ভোরের কাগজ
ক্রিকেটের তীর্থভূমি লর্ডস। তবে বিশ্ব ক্রিকেটের রাজধানী বলা যায় দুবাইকে। আইসিসি সদর দপ্তরতো আছেই দুবাইতে। সারাবছরে ঘরোয়া আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়ে থাকে সংযুক্ত আরব আমিরাতে। খেলা ঘিরে দেশটিতে অবস্থানরত দেশি-বিদেশির সবার মাঝে কাজ করে উন্মাদনা, যা ছুঁয়ে যায় প্রবাসী বাংলাদেশিদেরও।
মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সারজায় এমনই এক টুর্নামেন্টের আয়োজন করে গ্রীন বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নামে একটি সংগঠন। অনুষ্ঠিত হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনাল। সারজার আল দাইদ ক্রিকেট ভিলেজ স্টেডিয়ামের টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ড্রাগন নাইট রাইডাস বনাম ড্রাগন কিংস। টস জিতে ড্রাগন নাইট রাইডার্স ব্যাট করতে নামে। আরাফাতের ৪৮ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১০ ওভারে সংগ্রহ করে ১২৬ রান। জবাবে ড্রাগন কিংস ৬ উইকেট হারিয়ে তুলে ১১৭ রান। ৯ রানের জয়ে শিরোপা উৎসবে মেতে উঠে ড্রাগন রাইট রাইডার্স।
আন্তর্জাতিক মানের অনেক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় আরব আমিরাতে। খেলোয়াড়দের দাবি বিসিবির পৃষ্ঠপোষকতায় প্রবাসীদের নিয়ে টুর্নামেন্ট আয়োজনের। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অপরাধ প্রবণতা কমাতে ভূমিকা রাখতে পারে এ ধরনের টুর্নামেন্ট। স্বাস্থ্য সুরক্ষা ও বিনোদনের জন্য এই ধরনের আসর আয়োজনে বাংলাদেশ কনস্যুলেট এগিয়ে আসার আহ্বান স্থানীয় ক্রীড়া সংগঠকদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি ক্রীড়া সংগঠক আলহাজ্ব ইয়াকুব সৈনিক। টুর্নামেন্ট উদ্বোধন করেন ক্রীড়া সংগঠক শেখ মহিউদ্দিন ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম আজমান ইউএই সভাপতি কামাল হোসেন সুমন, ব্যবসায়ী এম এনাম হোসেন, ব্যবসায়ী সাইফুল ইসলাম, তরিকুল ইসলাম শামীম, সাইফুল ইসলাম তালুকদার, শিবলী আল সাদিক সহ অনেকে। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন- মোহাম্মদ কুতুব উদ্দিন, মোঃ মাহফুজুল আলম, মোঃ নুরুল ইসলাম, মোঃ সেলিম উদ্দিন প্রমুখ। চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি হিসেবে দেয়া হয় ৫ হাজার দেরহাম।
ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ড্রাগন নাইট রাইডার্সের আরাফাত। একইসঙ্গে সেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক উইকেট সহ ৪টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটধারী নির্বাচিত হন রানার আপ দল ড্রাগন কিংসের বোরহান উদ্দিন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অপরাধ প্রবণতা কমানোর জন্য এই ধরনের টুর্নামেন্ট খুবই জরুরি। স্বাস্থ্য সুরক্ষা ও বিনোদনের জন্য বাংলাদেশ কনস্যুলেট প্রতিবছর চাইলে এই ধরনের একটি টুর্নামেন্ট আয়োজন করতে পারে। প্রবাসীদের দাবি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এখানে টুর্নামেন্ট গুলো অনুষ্ঠিত হয়। যেখানে দেখা যায় প্রবাসীদের মধ্যে দুর্দান্ত অসংখ্য প্লেয়ার রয়েছে, যারা হয়তো জীবিকার তাগিদে ক্যারিয়ার জন্য অপেক্ষা না করে বিদেশে পাড়ি দিয়েছে। তাদের দাবি বিসিবি চাইলে দুবাইতে প্রবাসীদের নিয়ে একটা প্রিমিয়ার লিগ আয়োজন করে এখান থেকে জাতীয় মানের খেলোয়াড় তুলে আনতে পারে।