×

প্রবাস

বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর দাবি প্রবাসীদের

Icon

মোসাদ্দেক হোসেন সাইফুল, ফ্রান্স প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ পিএম

বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর দাবি প্রবাসীদের

ছবি: ভোরের কাগজ

   

যে কোন মূল্যে জাতীয় পতাকাবাহী বিমানের ‘ঢাকা-প্যারিস-ঢাকা’ ফ্লাইট চালুর জোর দাবি জানিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। “ফ্রান্স দর্পণ – বিডি ফার্নিচার” সংলাপে অংশ নিয়ে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা এ দাবি জানান। এ সময় আলোচকরা সুনির্দিষ্ট তথ্য, উপাত্ত তুলে ধরে এই ফ্লাইটটি একাধারে লাভজনক ও ফলপ্রসু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।  

‘বিমানের ঢাকা-প্যারিস ফ্লাইট চালুর যৌক্তিকতা ও আমাদের করনীয়’ শীর্ষক আলোচনায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। ‘ফ্রান্স দর্পণ বিডি ফার্নিচার’ এর উদ্যোগে উক্ত সংলাপে বক্তারা চমৎকার অভিজ্ঞতা এবং ফ্লাইটের সম্ভাব্য বাণিজ্যিক এবং কৌশলগত নানাদিক তুলে ধরেন। 

ফ্রান্স দর্পণ পত্রিকার সম্পাদক শামসুল ইসলামের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করীম আখঞ্জীর সঞ্চালনায় এ আলোচনা অনুষ্ঠানে অংশ নেন ইউরোভিশন নিউজ ডট কম সম্পাদক সিনিয়র সাংবাদিক মান্নান আজাদ, সিলেট বিভাগীয় সমাজকল্যাণ সমিতি ফ্রান্সের সভাপতি মামুন মিয়া, বিকশিত নারী সংঘের সভাপতি সৈয়দা তওফিকা শাহেদ, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্সের (বিসিএফ) সভাপতি এমডি নুর, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল, সামাজিক সংস্থা আইছা'র সভাপতি উবায়েদুল্লাহ কয়েছ, অমি ভয়াজের পরিচালক তানজিম হোসেন, জাতীয়তাবাদী যুব দলের আন্তর্জাতিক বিষয়ক সাবেক সম্পাদক এস এম মিল্টন সরকার, মন্ড্রিয়াল ট্রাভেলসের পরিচালক ইব্রাহিম হাসান প্রমুখ।  

বক্তারা বলেন, আমাদের কমিউনিটি বিগত দুই যুগে বিশাল আকার ধারণ করেছে। বহু পরিবার এখন ফ্রান্সে বসবাস করছে। বিপুল সংখ্যক ব্যবসায়ী উদ্যোক্তা তৈরি হয়েছে। ফলে কেবল যাত্রী পরিবহন নয়, মালামাল পরিবহনের মাধ্যমেও বিমান লাভবান হতে পারে। লক্ষাধিক বাংলাদেশী অভিবাসীর এদেশে বিমানের ফ্লাইট লাভজনক না হবার কোনো কারণ নেই। বক্তারা এই দাবিকে বাস্তবরূপ দিতে একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন এবং পরবর্তী করনীয় ঠিক করতে কার্যক্রম অব্যাহত রাখবেন বলে সিদ্ধান্ত নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App