চোখ ধাঁধানো আতশবাজিতে নতুন বছর বরণ করলো পর্তুগাল

হাফিজ আল আসাদ (লিসবন) পর্তুগাল থেকে
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৩:৪৮ এএম

চোখ ধাঁধানো আতশবাজিতে নতুন বছর বরণ করলো পর্তুগাল
চোখ ধাঁধানো আতশবাজিতে নতুন বছর কে বরণ করলো পর্তুগালের লিসবন শহর। পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত আয়োজনে অংশ নেন কয়েক লাখ পর্তুগিজ ও বাংলাদেশি। সুরের মূর্ছনা আর চোখ ধাঁধানো আতশবাজি ছড়িয়েছে মুগ্ধতা লিসবনের আকাশ।
ঘড়ির কাঁটাতে রাত ১২টা বাজার আগে থেকেই লাখো মানুষের চোখের দৃষ্টি লিসবনের টাগুস নদীতে। নতুন বছরে পৌঁছাতেই নদীর মাঝখান থেকে ছোড়া ইউরোপের অন্যতম দৃষ্টিনন্দন আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে লিসবনের আকাশ।
টানা দীর্ঘ সময় আতশবাজিতে কিছুটা সময়ের জন্য হলেও হারিয়ে যায় ভিন্ন এক জগতে উপস্থিত দর্শনার্থীরা।
প্রিয়জনদের নতুন বছরের শুভেচ্ছা জানানো ছাড়াও দৃষ্টিনন্দন আতশবাজির আয়োজন উপভোগ করেন পর্তুগিজদের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা অসংখ্য পর্যটক। নেচে-গেয়ে নতুন বছরকে বরণ করে নেন তারা। আয়োজনে যোগ দেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরাও। এমন আয়োজনে মুগ্ধ তারাও জানিয়েছে অনেক বাংলাদেশি।
মুল আয়োজনে কনসার্ট ও ফায়ার ওয়ার্ক অনুষ্ঠানকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই রাজধানীর লিসবনের প্রাসা কর্মাসিওতে জড়ো হতে শুরু করেন নাগরিকরা। এটিকেই এ বছরের সবচেয়ে বড় আয়োজন বলছেন উপস্থিত দর্শক ও সংশ্লিষ্টরা।
অনুষ্ঠান শুরুর আগে থেকে নিরাপত্তা চাদরে ঢেকে দেই লিসবন মেট্রোপলিটন পুলিশ। অনুষ্ঠানে আসা দর্শকের নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশির করা হয়।