×

প্রবাস

বাংলাদেশে কারারুদ্ধ সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে লন্ডনে প্রতিবাদ

Icon

আজিজুল আম্বিয়া, লন্ডন থেকে

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০১:৪২ পিএম

বাংলাদেশে কারারুদ্ধ সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে লন্ডনে প্রতিবাদ

ছবি: ভোরের কাগজ

   

বাংলাদেশে কারারুদ্ধ সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে লন্ডনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতরা ছাড়াও যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিকরা বক্তব্য রাখেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে লন্ডনে অবস্থিত আলতাব আলী পার্কে বাংলাদেশে সাংবাদিকদের গণগ্রেপ্তার, হামলা-মামলা, নিপীড়নের প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংব‌াদকর্মী ও যুক্তরাজ‌্য আওয়ামী লী‌গের নেতারা উপ‌স্থিত ছি‌লেন।

ড. আজিজুল আম্বিয়ার সভাপতিত্বে এবং কামরুল আই রাসেলের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রবীণ সাংবাদিক ও এক্সিকিউটিভ কমিটির সদস্য রিচার্ড বর্ন। 

বক্তারা বলেন, বাংলাদেশে সাংবাদিকদের ওপর হত্যা মামলা দি‌য়ে আটকে রাখা হয়েছে, জামিন ও দেয়া হচ্ছেনা । প্রায় ১৬০ জন সাংবাদিকের নামে মামলা করা হয়েছে। এতে শঙ্কিত আছেন সাংবাদিকরা। এদের মুক্তি দেয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানান। বাংলাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার এবং জামিন নামঞ্জুর করা, অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা সাংবাদিকদের উপর নিপীড়ন নির্যাতন এবং স্বাধীনভাবে সাংবাদিকতা করতে না পারার প্রতিবাদ জানান। 

আরো পড়ুন: একবিংশ শতাব্দীতে শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয় রূপান্তর

সভায় জানানো হয়, দেশের বড় বড় সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পাচ্ছে আর নিরীহ সাংবাদিকদের দিয়ে জেল ভরে রাখা হচ্ছে এবং দিন দিন দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। 

এতে আরো বক্তব্য রাখেন- কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, বিবিসির সাবেক সাংবাদিক শামিম চৌধুরী, ব্যারিস্টার তানিয়া আমির, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবিই, সাংবাদিক উর্মী মাজহার, মো. রেজাউল করিম মৃধা, মানবাধিকার কর্মী আহাদ চৌধুরী, সাজিদুর রাহমান জামাল আহমদ খান, সাংবাদিক জুয়েল রাজ, নজরুল ইসলাম অকিব, ইমদাদুন খান, মিফাতুল নূর প্রমূখ। 

সাংবাদিকদের মুক্তি না দিলে আন্দোলন চলবে বলে জানান আয়োজকেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App