প্রধান উপদেষ্টার সফর ঘিরে আমিরাতে প্রবাসীদের উদ্দীপনা

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১০ পিএম

ছবি: সংগৃহীত
আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫, যেখানে অংশ নিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বিশ্বের ৩০টি দেশের রাষ্ট্রপ্রধান, ১৪০টি দেশের প্রতিনিধি এবং শতাধিক প্রতিষ্ঠান এই সম্মেলনে অংশ নেবে।
প্রযুক্তি, অর্থনীতি, শিক্ষা ও বাণিজ্যসহ বৈশ্বিক ভবিষ্যতের দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এই সামিটে। ড. ইউনূসের এই সফর ঘিরে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
প্রবাসীদের দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা ভিসা জটিলতা। বিশেষ করে আমিরাতে ১৯৬ জন সাজাপ্রাপ্ত বাংলাদেশির দেশে ফেরত পাঠানোর পর তাদের পুনরায় ফেরার অনুমতি পাওয়া, বন্ধ থাকা ভিসা চালু করা এবং স্থানান্তর সহজ করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি প্রত্যাশা করা হচ্ছে।
ড. ইউনূসের সফরকে ঘিরে বাংলাদেশ ও আমিরাতের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধির আশাও করছেন প্রবাসীরা। বিশেষ করে, আমিরাত সরকারের সঙ্গে আলোচনা করে ভিসা সংক্রান্ত বাধাগুলো দূর করার উদ্যোগ নেয়া হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রবাসী বাংলাদেশি প্রতিনিধিরা বলছেন, প্রধান উপদেষ্টা তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান দৃঢ় করার এখনই সময়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন সারজাহ সহ-সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার সফর সকল প্রবাসীর জন্য আনন্দের। কারণ তিনি আসলে ভিসা জটিলতা নিরসন করবেন। এবং প্রবাসীরাও দেশীয় শ্রমিক সংকট নিরসনে ব্যবসা-বাণিজ্য এগিয়ে যেতে পারবেন।
আরব আমিরাত বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, ড. মোহাম্মদ ইউনূস এর আগমনের খবরে সকল প্রবাসীরা খুশি। তাতে করে দীর্ঘদিনের বন্ধ ভিসা চালু হবে এমন প্রত্যাশা করছেন প্রবাসীরা।
আরব আমিরাত বিএনপি'র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, বিশ্ববরেণ্য ড. মোহাম্মদ ইউনূস আরব আমিরাতে আসবেন। বাংলাদেশিদের ভিসা সমস্যার সমাধান হবে এমন আশায় আমরা বুক বেঁধে আছি।
তিনি বলেন, জুলাই আন্দোলনে দেশের মানুষ স্বপ্নের বাংলাদেশ পেয়েছে। এতে করে বহির্বিশ্বে থেকে বাংলাদেশে বিনিয়োগের মাত্রা কম থাকলেও এখন বহির্বিশ্ব থেকে বাংলাদেশে ব্যাপক বিনিয়োগ হবে। এমন প্রত্যাশা কথা উল্লেখ করে তিনি বলেন, ডঃ মোহাম্মদ ইউনূস এই দেশে এসে আরব আমিরাত সরকারের সঙ্গে আলোচনা করে দেশে আরো ব্যাপকভাবে বিনিয়োগ হবে বলে আশাবাদী প্রবাসীরা।
বাংলাদেশি ব্যবসায়ী ও সংগঠক হাজী শরাফত আলী বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস আমিরাতে আসার খবরে আমরা খুবই উৎফুল্ল। ড. মোহাম্মদ ইউনূসের সারাবিশ্বে অনেক ব্যক্তি মর্যাদা রয়েছে। তিনি আমিরাত সরকারের সঙ্গে আলোচনা করলে আমাদের ভিসা সমস্যার সমাধান হবে বলে আমি আশা করি।
বাংলাদেশ কনস্যুলেট দুবাই সাবেক কনসালটেন্ট মীর কামাল বলেছেন, জুলাইয়ের অনাকাঙ্খিত ঘটনার পরে বাংলাদেশের মানুষের মধ্যে যে শংকা কেটেছে মূলত তারা খুব বেশি উৎসাহিত উৎফুল্ল। প্রধান উপদেষ্টার সঙ্গে আরব আমিরাতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সেই হিসেবে এখানে ওনার সফর অত্যন্ত গুরুত্ব।
আল বুরাক গার্মেন্টস গ্রুপের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাহবুব বলেছেন, আমরা খুবই আনন্দিত। এই মুহূর্তে এরকম একজন লোক আমিরাতে আসা দরকার। আমিরাত সরকারের সঙ্গে ভিসা সমস্যা সমাধান করতে পারলে আমাদের ব্যবসা-বাণিজ্য আরো সম্প্রসারিত করতে পারব।