চাটমোহর মন্দিরের প্রতিমা ভাংচুর

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ পিএম

ছবি : ভোরের কাগজ
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে ভদ্রা কালী মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে হান্ডিয়াল বাজারের ইউনিয়ন পরিষদের পেছনে অবস্থিত মন্দিরের মহাদেব প্রতিমা ভাংচুর করে। মঙ্গলবার সকালে পূজা দিতে এসে নজরে আসে পূজারীদের। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মন্দিরের সভাপতি কুটিস্বর দেব জানান, আমরা সকালে বিষয়টি খেয়াল করেছি। মন্দিরের গ্রিল ও তালা অক্ষত ছিল। কোনো ব্যক্তি হয়ত লোহার শাবল জাতীয় কোনো বস্তু ব্যবহার করে প্রতিমা ভাংচুর করেছে। এ ব্যাপারে কারা জড়িত থাকতে পারে তা এখনই বলতে পারছি না।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সেলিম রেজা জানান, ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। এলাকার অবস্থা এখন স্বাভাবিক। মামলার প্রস্তুতি চলছে। দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দিরে বেশ কয়েকটি প্রতিমা ছিল। তালা বা গ্রিল না ভেঙ্গে কোনো শক্ত বস্তুর দ্বারা আঘাত করে দুর্বৃত্তরা এই প্রতিমাটি ভাংচুর করে। তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।