পাবনার চাঞ্চল্যকর প্রতিমা ভাঙার প্রধান আসামি গ্রেপ্তার

পলাশ হোসেন, পাবনা
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৪৩ পিএম

ছবি: ভোরের কাগজ
পাবনায় সুজানগর পৌর এলাকার চাঞ্চল্যকর প্রতিমা ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি মো. বাচ্চু আলমগীর (৩৪) ওরফে আগুন বাচ্চুকে রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অভিযান ও আসামী ধরার বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।
দিনি বলেন, আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পাবনা সুজানগরে নির্মিত দুটি পূজা মন্ডবের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার আলোকে সংশ্লিষ্ঠ দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য অভিযানে নামে পুলিশ। স্থানীয়দের দেয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে সুজানগর মসজিদ পাড়া এলাকার মো. লোকমান প্রামানিকের ছেলে মো. বাচ্চু আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই প্রতিমা ভাঙচুরের কাজের সঙ্গে আর কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ।
আরো পড়ুন: কারাগারে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ
গ্রেপ্তার করা আসামী গত ২৯ সেপ্টেম্বর রাতে পৌর এলাকার ঋষি পাড়া মন্ডবের প্রতিমা ও পরে ১ অক্টোবর দিবাগত রাতে সুজানগর পৌর এলাকার পালপাড়া মহল্লার বারোয়ারী মন্দিরে নির্মিত সব প্রতিমার মাথা, হাত, অঙ্গ প্রতঙ্গ ভেঙে রেখে যায়। পরে পুলিশ প্রশাসন অনুসন্ধান শুরু করলে বিষয়টি আঁচ করতে পেরে সে এলাকা ছেড়ে গোপনে নাজিরগঞ্জ ঘাট এলাকা হয়ে পার্শ্ববর্তী রাজবাড়ি জেলাতে আত্মগোপন করেন। পরে স্থানীয়দের দেয়া বিভিন্ন তথ্য অনুসন্ধান করে পুলিশ মূলহোতাকে গ্রেপ্তারে মাঠে নামে। ঘটনার ৫ দিন পরে গোয়ালন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার করা আসামী বিজ্ঞ আদালতের কাছে মন্দিরের প্রতিমা ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা শিকার করেছেন। তবে আটক করা প্রতিমা ভাঙচুরের এই আসামীর নামে স্থানীয় থানাতে মাদক ও জমিজমা সংক্রান্তসহ মোট চারটি মামলা রয়েছে বলে জানা গেছে। আসামী আগুন বাচ্চুকে আইনগত প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
তবে প্রতিমা ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত যুবকের কোনো রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তার পরিবারের একজন সদস্য ছোট ভাই স্থানীয় (এন.এ ) কলেজের ছাত্রলীগের সভাপতি ছিলেন। ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে সে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন শাহনেওয়াজ, সহকারী পুলিশ সুপার আরজুমান আক্তার, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. হাসান বাশির, সুজানগর থানার ওসি মো. গোলাম মোস্তফা, এস আই মো. নূরে আলম প্রমুখ।