মসজিদ দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৫:০৯ পিএম

ছবি : সংগৃহীত
নাটোরের
তেবাড়িয়া মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগ
জামায়াতের সাদ ও জুবায়ের
গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার
(২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার
দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া এলাকায় এই সংঘর্ষ শুরু
হয়। দুই গ্রুপের মধ্যে
দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়ার
ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং
এতে অন্তত ২০ জন আহত
হয়।
স্থানীয়
সূত্রে জানা গেছে, মারকাজ
মসজিদ দখল নিয়ে সাদ
ও জুবায়ের গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। সংঘর্ষের এক পর্যায়ে উভয়
পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের
ওপর হামলা চালায়। ঘটনার ফলে পুরো এলাকাজুড়ে
আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নাটোর-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ
হয়ে যায়।
পুলিশ
ও সেনাবাহিনী খবর পেয়ে দ্রুত
ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের
চেষ্টা করেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এলাকাজুড়ে উত্তেজনা
বিরাজ করছে।
স্থানীয়
পুলিশের কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আমরা উভয় পক্ষকে
শান্ত করার চেষ্টা করছি
এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ
সময় নাটোর-রাজশাহী মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা চলাচলকারীদের
জন্য বিপজ্জনক হয়ে ওঠে। পুলিশ
ও সেনাবাহিনী দুই পক্ষের মধ্যে
মধ্যস্থতা করে যান চলাচল
স্বাভাবিক করার চেষ্টা করে।
তবে ঘটনাস্থলে এখনো উত্তেজনা বিদ্যমান,
এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ
ঘটনায় আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে
পাঠানো হয়েছে, এবং কর্তৃপক্ষ পরিস্থিতি
পর্যবেক্ষণ করে চলেছে।