×

রাজশাহী

পাবনায় ভিড় বেড়েছে ফুটপাতের গরম কাপড়ের দোকানে

Icon

পলাশ হোসেন, পাবনা

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ পিএম

পাবনায় ভিড় বেড়েছে ফুটপাতের গরম কাপড়ের দোকানে

ছবি: ভোরের কাগজ

   

হাড় কাঁপানো শীতে পাবনায় বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। মাঘের শুরু থেকেই কনকনে ঠাণ্ডা ও হিমেল হাওয়ায় কাঁপছে জেলা পাবনা। সূর্যের দেখা না মেলায় কুয়াশায় ঢেকে রয়েছে প্রকৃতি। কয়েক দিনের শীতে জনজীবন স্থবির হওয়ার উপক্রম হয়েছে। রাতের দিকে তাপমাত্রা আরো নেমে যাওয়ায় বিপাকে পড়ছে শিশু ও বয়স্ক মানুষেরা। ফলে স্বল্প আয়ের মানুষজন ভিড় করছেন ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে। 

পাবনায় এখন দেখা মিলছে না রোদের। দিনভর থাকে ঘন কুয়াশায় ঢাকা। ফলে সূর্যও উঁকি দিতে পারছে না। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে অনেকেই আগুন জ্বালিয়ে উষ্ণতা গ্রহণ করছেন। ঈশ্বরদী আবহাওয়া অফিস জানিয়েছে, এমন অবস্থা আরো কয়েকদিন স্থায়ী হতে পারে।

অপরদিকে তাপমাত্রা কমার প্রভাব দেখা যাচ্ছে শহরের বিপণি বিতান ও ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে। শীত নিবারণের জন্য গরম কাপড়, হাত-পা মোজা, টুপি, মাফলার, জ্যাকেট কিনতে অনেকেই সেখানে ছুটছেন।

আরো পড়ুন: ভারতে অনুপ্রবেশের সময় আটক ৫ বাংলাদেশি

পাবনা নিউ মার্কেটে গরম কাপড় কিনতে আসা রাবেয়া আক্তার বলেন, ‘সোয়েটারের ব্যবসায়ীদের পোয়াবারো। বিশাল দাম হাঁকিয়ে বসে থাকেন। 

ঈশ্বরদী আবহাওয়া অফিস থেকে মো. হেলাল উদ্দিন জানান, সারাদেশের মতো পাবনাতেও তাপমাত্রা কমছে। এরকম আরো কয়েকদিন থাকবে।

অপরদিকে পাবনায় অগ্রহায়ণ মাস থেকেই জেঁকে বসেছে শীত। এতে সবচেয়ে বড় সমস্যায় পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা। আর শীত নিবারণের জন্য দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালকসহ স্বল্প আয়ের মানুষজন ভিড় করছেন ফুটপাতে। অল্প দামে গরম কাপড় কিনতে নারী পুরুষ বয়স্ক সব বয়সী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে ফুটপাতের এসব অস্থায়ী দোকানগুলোতে।

সরেজমিনে দেখা গেছে, পাবনার নিউমাকের্টসহ শহরে রাস্তার দুপাশে বিভিন্ন জায়গায় দোকানিরা বসেছেন কম দামের শীতের জামাকাপড় বিক্রির জন্য। সেসব দোকানে দেখা গেছে ছোট বড় সব বয়সীদের শীতের জামা। নিম্ন আয়ের মানুষজন এসব দোকান থেকে পছন্দ অনুযায়ী জামা কাপড় কিনছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App