ইউপি চেয়ারম্যান-মেম্বারের ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ শ্লোগান, এরপর যা ঘটলো

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ পিএম

ছবি: সংগৃহতি
বগুড়ার ধুনট উপজেলায় ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে হামলা চালিয়ে আশাদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন- উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আহম্মেদ জেমস মল্লিক এবং ৫ নং ওয়ার্ডের সদস্য রামবল্বপুর গ্রামের সোহেল রানাসহ ২২ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ২৫ থেকে ২৬ জন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার অলোয়া গ্রামের মুকবুল হোসেনের ছেলে আশাদুল ইসলাম মথারপুর বাজার এলাকার মাছ ব্যবসায়ী। ইউপি চেয়ারম্যানের সঙ্গে ওই ব্যবসায়ীর দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।
গত (১৬ ডিসেম্বর) বিকেলে ওই ব্যবসায়ী মথুরাপুর বাজার কেন্দ্রীয় মসজিদ এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস ও তার লোকজন ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে হামলা চালিয়ে তার কাছ থেকে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাদের হামলায় ওই ব্যবসায়ী আহত হন।
আরো পড়ুন: তোপের মুখে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার