পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় নিহত ৪

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০১ পিএম

ছবি: ভোরের কাগজ
পাবনার সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমনে (শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি) ট্রাকের ধাক্কায় চারজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭) এবং রাঙামাটি গ্রামের জলিল (৬৫)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
আরো পড়ুন: ঢাকা-মাওয়ায় প্রাইভেটকারে বাসের ধাক্কায় নিহত ৫
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) আ. লতিফ জানান, ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমন যোগে অন্য এলাকায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে সাঁথিয়াগামী মালবাহী ট্রাক করিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।’
তিনি আরো বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। আহতদের হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে।’