বোমা ফাটিয়ে টেন্ডার বাক্স লুট

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪২ পিএম

ছবি: সংগৃহীত
রাজশাহীর পবা উপজেলায় হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের ঘটনা ঘটেছে। এ সময় একজনকে ছুরি মেরে আহত করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নওদাপাড়ায় অবস্থিত পবা উপজেলা পরিষদ চত্বরে খাজনা আদায়ের দরপত্র নিয়ে দুপক্ষের সংঘর্ষের মধ্যে এ ঘটনা ঘটে বলে রাজশাহী মহানগর পুলিশের শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন জানান।
ছুরিকাঘাতে আহত শাকিলুর রহমান রন (৪২) নগরীর চন্দ্রিমা থানার ফিরোজাবাদ এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বাংলা ১৪৩২ সালের জন্য গত ১৫ জানুয়ারি পবার ১২টি হাট ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। সোমবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন।
হাটগুলোর দরপত্র দাখিল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে তারা টেন্ডার বাক্স লুট করে নিয়ে গিয়ে সেখান থেকে দরপত্র বের করে নেয়।
খবর পেয়ে সেখানে পুলিশ গেলে দেখতে পারে, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে টেন্ডার বাক্সটি পড়ে আছে। এর এক পাশ খোলা এবং ভেতরে কারও দরপত্র নেই। সব লুট হয়েছে। সেখানে একাধিক হাতবোমা বিস্ফোরণের চিহ্নও দেখা গেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, দুপুর ১টার দিকে শাকিলুরকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে তাকে ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার তলপেটে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ওসি মাসুমা মোস্তারিন বলেন, ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্ত করতে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। সবাই বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।