×

রংপুর

উপাচার্যহীন হাবিপ্রবিতে টালমাটাল অবস্থা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৯:১১ পিএম

উপাচার্যহীন হাবিপ্রবিতে টালমাটাল অবস্থা

ছবি : সংগৃহীত

   

টালমাটাল অবস্থা বিরাজ করছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের কোটা আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ  হাসিনা। তারপর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা উপাচার্য, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক, রেজিস্ট্রারসহ প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকা শিক্ষকবৃন্দ একের পর পদত্যাগ করছেন।

গত ৯ আগস্ট (শুক্রবার) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ পত্র দেন। একই দিনে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক। এরপর ক্রমান্বয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকরা পদত্যাগ করেন। ফলে বিশ্ববিদ্যালয়টিতে নেই কোনো প্রশাসন। শূন্য প্রশাসনে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। গত ১২ তারিখ হল খুলে দেয়ার পর ১৮ তারিখ থেকে শুরু হয় ক্লাস কার্যক্রম। বিভিন্ন অনুষদ এবং বিভাগে ক্লাস চললেও কিছু বিভাগে ক্লাস কার্যক্রম শুরু হয়নি এখনো। তবে তারা দ্রুতই ক্লাস কার্যক্রম শুরু করবেন বলে জানানো হয়েছে।

আরো পড়ুন : বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য দূর করতে বিএসপিইউএ'র ৯ দাবি

ক্লাস কার্যক্রমের পাশাপাশি চালু ছিল বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল। যন্ত্র ও পরিবহন শাখার সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তারা বলেন, এখন থেকে নিয়মিত সিডিউল অনুযায়ী বাস চলাচল করবে। তবে কোনো জটিল পরিস্থিতির সৃষ্টি হলে সেক্ষেত্রে বাস চলাচল বন্ধ থাকবে। খোলা ছিল বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় গ্রন্থাগার এবং টিএসসি। বিশ্ববিদ্যালয়ের বর্তমান চলমান সঙ্কট কাটাতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সমন্বয়ে একটি সমন্বয় টিম করা হয়েছে। যারা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত করা এবং বিবিধ বিষয় নিয়ে কাজ করছেন।

তবে শিক্ষার্থীদের চলতে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়নি। প্রশাসন না থাকায় কবে নাগাদ পরীক্ষা শুরু হতে পারে সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানা যায়নি। এছাড়াও আটকে আছে সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল। বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়টিতে হট্টগোল হলে শান্ত করার জন্য নেই কোনো প্রক্টরিয়াল বডি। তাই দ্রুত সময়ের মাঝে উপাচার্য চাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। তারা বলছেন, একজন উপাচার্য নিয়োগ হলে বিশ্ববিদ্যালয়ে চলমান সঙ্কট অনেকটাই দূর হবে। সকল একাডেমিক এবং প্রশাসনিক কাজের স্থবিরতা কমে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App