গণমানুষের আস্থা অর্জনে কাজ করছে পুলিশ: অতিরিক্ত পুলিশ সুপার

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী থেকে
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১০:২৫ পিএম

ছবি: ভোরের কাগজ
আইনশৃঙ্খলা সমুন্নত রেখে পুলিশী সেবার গুণগত মান বাড়িয়ে গণমানুষের আস্থা অর্জনে কাজ করছে পুলিশ। রবিবার (৬ অক্টোবর) বিকেলে নীলফামারী থানার আয়োজনে থানা চত্ত্বরে আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর।
এ সময় বিভিন্ন রাজনৈতিক বক্তিদের ও সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এতে অংশগ্রহণ করেন, জেলা সদরের ১৫টি ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ, ট্রাফিক ইন্সপেক্টর (টি আই প্রশাসন) জ্যোতির্ময় রায়, ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান প্রমুখ।