×

রংপুর

মামার কোদালের আঘাতে ভাগিনার মর্মান্তিক মৃত্যু

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০১:২১ পিএম

মামার কোদালের আঘাতে ভাগিনার মর্মান্তিক মৃত্যু

ছবি: ভোরের কাগজ

   

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মামার কোদালের আঘাতে ভাগিনা হাফিজার রহমান নিহত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ভাগিনার। 

এর আগে রবিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে হাফিজার রহমানসহ ৬ জন আহত হয়। নিহত হাফিজার রহমান ওই গ্রামের মৃত আফতার উদ্দিন ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ গ্রামের আহাদুলের সঙ্গে তারই আপন ভাগিনা হাফিজার রহমানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার তারই জেরে প্রথমে কথা কাটাকাটি পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে মামা আহাদুলের কোদালের আঘাতে ভাগিনা হাফিজারসহ উভয় পক্ষে ৬ জন আহত হয়।

আরো পড়ুন: বেরোবির সাবেক প্রক্টর গ্রেপ্তার

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ভাগিনা হাফিজার রহমানসহ তার পক্ষের আহত ৪ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে ভাগিনা হাফিজার রহমান মারা যায়।

ভাগিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মামার পক্ষের হাতীবান্ধা হাসপাতালে ভর্তি থাকা শহিদুল ইসলাম ও শৌখিন ইসলাম নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে নিহতের স্বজনরা।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবীর সঙ্গে মোবাইল ফোনে আলোচনা হলে তিনি ভোরের কাগজ সাংবাদিকে বলেন, সৃষ্ট ঘটনায় হাফিজার রহমানকে হত্যার দায়ে ২ জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App