×

ধর্ম

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন হাফেজ মুয়াজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৩:৫৬ পিএম

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন হাফেজ মুয়াজ

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন হাফেজ মুয়াজ মাহমুদ। ছবি: সংগৃহীত

   

তুরস্কে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে দেশে ফিরেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। বিমানবন্দরে নামার পর তাকে সংবর্ধনা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেমরা। শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছান হাফেজ মুয়াজ মাহমুদ। এরপর তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বিশ্বজয়ী হাফেজ মাহমুদকে সংবর্ধনা জানাতে ছাদ খোলা বাসের ব্যবস্থা করা হয়েছে।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বাদ জোহর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ানের হাত থেকে ধর্ম মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মেহমানদের উপস্থিতিতে মুয়াজ মাহমুদ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।

এছাড়াও হাফেজ মুয়াজ গত ২১ আগস্ট পবিত্র মক্কার মসজিদে হারামে অনুষ্ঠিত কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন।

আরো পড়ুন: ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা

উল্লেখ্য, ২০১৬ সালের পর এই প্রথম তুরস্কের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় লাল সবুজের পতাকার বাংলাদেশ প্রথম স্থান লাভ করেন। হাফেজ মুয়াজ ঢাকার মিরপুর-১’এ অবস্থিত মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তিনি এ মাদরাসা থেকে হাফেজ হয়ে এখন কিতাব বিভাগে পড়াশোনা করছেন।

সোশ্যাল মিডিয়ায় এখন শুভেচ্ছার বন্যা বইছে তাকে ঘিরে। বেশিরভাগ নেটিজেনরাই উচ্ছ্বসিত হয়ে মুয়াজের ছবি দিয়ে আলহামদুলিল্লাহ ক্যাপশন লিখে পোস্ট দিচ্ছেন। আবার অনেকে বলেছেন, এ রকম মুয়াজদের কারণেই বাংলাদেশের মর্যাদা বিশ্বে ভাবমূর্তি বাড়ছে।

ড. আ ফ ম খালিদ হোসাইন নামে একজন ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ! তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের মুয়াজ ইসলামকে আমাদের দেশ এবং জাতির গর্বিত সম্পদ হিসেবে প্রমাণ করেছে। এই অসাধারণ সাফল্যের জন্য তাকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। মহান আল্লাহ তাকে আরো উচ্চতর সম্মান ও সফলতা দান করুন এবং আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে তাকে দীর্ঘায়ু করুন। আমিন!

আরো পড়ুন: দুই ভারতীয় ও ১৯ প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

তৌরান আহমেদ নামে একজন ফেসবুকে লিখেছেন, বাংলাদেশ সবকিছুতে পিছিয়ে থাকলেও পবিত্র কোরআন প্রতিযোগিতায় প্রতি বছর বিশ্ব রেকর্ড করছে। দোয়া করি সব সময় যেন এ রকম কোরআন প্রতিযোগিতায় আমাদের ছেলেরা আরো ভালো করতে পারে।

মোহাম্মদ রিয়াদ নামে একজন ফেসবুকে লিখেছেন, তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ মুয়াজ মাহমুদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।

মোল্লা সাফায়েত হোসেন নামে একজন ফেসবুকে লিখেছেন, সারা পৃথিবীতে বাংলাদেশের নাম আলোকিত করায় মুয়াজকে আন্তরিকভাবে অভিনন্দন ও মোবারকবাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App