বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০১:৫৮ পিএম

জুমার নামাজ শেষে তাবলীগের সাদপন্থি গ্রুপের লোকজনকে চলে যেতে দেখা যায়। ছবি : সংগৃহীত
প্রতি শুক্রবারের মতো এবার বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ বলছে এটা তাদের নিয়মিত চেকপোস্ট। সরেজমিনে দেখা যায়, প্রতি শুক্রবারের মতো আজও পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে তাবলীগ জামায়াতের কাকরাইল মারকাজ মসজিদ দখল নিয়ে জনমনে আতঙ্ক দেখা যায়। শুক্রবার সকালে জুবায়েরপন্থিদের হাত থেকে সাদপন্থিরা দখল নেয়।
এ বিষয়ে ডিসি মতিঝিল মো. শাহরিয়ার আলী (বিপিএম সেবা) বলেন, জনগণের নিরাপত্তা স্বার্থে আমরা প্রতি শুক্রবারে এই কাজ করে থাকি। আমরা কাউকে হ্যারেজমেন্ট করি না। শুধুমাত্র কোনো মানুষকে সন্দেহ মনে হলে তার ব্যাগ চেক করি।
জুমার নামাজ শেষে তাবলীগের সাদপন্থি গ্রুপের লোকজনকে চলে যেতে দেখা যায়।
এদিকে, সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছেন তাবলীগ জামায়াতের একাংশ দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। আগামী ৭ ডিসেম্বর সমাবেশ করবেন তারা। সম্প্রতি তাবলীগ জামাতের মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের নভেম্বর দু’পক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ নেয়। সেদিন কাকরাইলে দু’দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। চরম বিরোধ সৃষ্টি হওয়ায় গত ৭ বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশে জুবায়েরপন্থিরা ৪ সপ্তাহ ও সাদপন্থিরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন।
তবে মসজিদের অপর অংশ জুবায়েরপন্থিরা ১২ মাসই নিজেদের দখলে রাখেন। সাদপন্থিদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে হেফাজত সমর্থিত জুবায়েরপন্থিরা বেশি সুবিধা ভোগ করে আসছেন। টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ নিয়েও দুই পক্ষের বিরোধ দিনে দিনে তীব্র হচ্ছে।
গত ৪ নভেম্বর সচিবালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ৫৮তম বিশ্ব ইজতেমা দুই দফায় আয়োজিত হবে। প্রথম দফার ইজতেমা শুরু হবে আগামী ৩১ জানুয়ারি এবং দ্বিতীয় দফায় শুরু হবে ৭ ফেব্রুয়ারি। তবে ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে মাওলানা জুবায়ের অনুসারীরা বলেন, দেশে ইজতেমা একবারই হবে, দু’বার নয়।
আরো পড়ুন : এবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক সাদপন্থিদের