কাকরাইল মসজিদে যাওয়ার পথে সাদপন্থি মুসল্লির মৃত্যু

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ পিএম

ছবি: সংগৃহীত
চিল্লার উদ্দেশ্যে কাকরাইল মসজিদে যাওয়ার পথে শাহবাগ এলাকায় জিনু শেখ (৬৫) নামে এক মুসল্লি অসুস্থ হয়ে মারা গেছেন।
তাকে অসুস্থ অবস্থায় সকাল সাড়ে ১০টায় অন্যান্য মুসল্লিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
নিহতের চাচা আবু তালেব জানান, তারা একটি বাসে করে ৫০ জনের একটি দল কুড়িগ্রাম জেলায় বুড়িগঙ্গামারী উপজেলার সোনা হাট ইউনিয়ন থেকে চিল্লায় যাওয়ার উদ্দেশ্যে ঢাকার কাকরাইল মসজিদে যাচ্ছিলেন। শাহবাগ এলাকায় নেমে সবাই পায়ে হেঁটে যাওয়ার সময়ে জিনু শেখ অসুস্থ হয় পড়েন। পরে তাকে গ্যাস্টিকের ওষুধ সেবন করানো হয়। কিন্তু কোনো লাভ হয়নি। এরপর তাকে দ্রুত ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জিনু শেখ সোনা হাট ইউনিয়নের মধ্য ভরতের ছড়া গ্রামের বাসিন্দা। আজ তার সঙ্গে তার কয়েকজন স্বজনও ছিলেন।
আবু তালেব আরো জানান, তারা প্রথমে কাকরাইল মাসজিদে যাবেন, সেখান থেকে নির্ধারণ হয় চিল্লায় কোথায় যেতে হবে। এ মুহূর্তে মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।