পশ্চিমার চেয়ে রাশিয়ার আরো শক্তিশালী ও অত্যাধুনিক অস্ত্র আছে : পুতিনের সতর্কবার্তা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৯:২২ পিএম

ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলোর চেয়ে রাশিয়ার সামরিক বাহিনীর কাছে আরো বেশি শক্তিশালী ও অত্যাধুনিক অস্ত্র রয়েছে। তিনি উল্লেখ করেছেন, ইউক্রেনকে সরবরাহ করা পশ্চিমা অস্ত্রের তুলনায় রাশিয়ার কাছে আরও দীর্ঘপাল্লার এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে।
পুতিন আরো বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উৎপাদন ন্যাটোভুক্ত দেশগুলোর সম্মিলিত উৎপাদনের চেয়ে দশগুণ বেশি। আগামী বছর তা আরও ২৫-৩০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
রুশ নেতা বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কাজাখস্তানের রাজধানী আস্তানায় কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখার সময় বলেন, রাশিয়ার স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইস্কান্দার যুক্তরাষ্ট্রের তৈরি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস)-এর তিন সংস্করণের সমান। তিনি আরো বলেন, নতুন আমেরিকান প্রিসিশন স্ট্রাইক মিসাইল সিস্টেমের বৈশিষ্ট্য রাশিয়ান অস্ত্রের চেয়ে উন্নত নয়।
এ মাসের শুরুর দিকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনকে রুশ ভূখণ্ডে হামলা চালানোর জন্য তাদের সরবরাহ করা দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়। এর আগে এই ধরনের বেশ কয়েকটি হামলা ঘটেছে। কিয়েভের বাহিনী বর্তমানে আমেরিকান এটিএসিএমএস, ব্রিটিশ স্টর্ম শ্যাডো এবং ফরাসি এসসিএএলপি ক্ষেপণাস্ত্রে সজ্জিত।
পুতিন বলেন, আমরা অবশ্যই জানি, আমাদের সম্ভাব্য প্রতিপক্ষের কাছে কতগুলো প্রাসঙ্গিক অস্ত্র ব্যবস্থা রয়েছে, সেগুলো কোথায় অবস্থিত, ইউক্রেনকে কতগুলো অস্ত্র সরবরাহ করা হয়েছে এবং কতগুলো সরবরাহের পরিকল্পনা রয়েছে।
তিনি আরো বলেন, ইউক্রেনকে দেয়া অস্ত্র, এমনকি অত্যাধুনিক অস্ত্রও যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। তিনি দাবি করেন, দূরপাল্লার অস্ত্র উৎপাদনের দিক থেকে মস্কো পশ্চিমাদের ছাড়িয়ে গেছে।
রাশিয়ার অস্ত্রাগারে ইতোমধ্যে কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি কিনঝাল এবং জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যার বৈশিষ্ট্যের দিক থেকে কোনো সমতুল্য বিশ্বে নেই। পুতিন বলেন, এগুলোর উৎপাদন এখন পুরোদমে চলছে এবং তা আরও বাড়ানো হবে। আগামী বছরগুলোতে নতুন অত্যাধুনিক হাইপারসনিক সিস্টেমও যুক্ত করা হবে।