×

রাশিয়া

আসাদের স্ত্রীর ডিভোর্স চাওয়ার খবর মিথ্যা: রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ এএম

আসাদের স্ত্রীর ডিভোর্স চাওয়ার খবর মিথ্যা: রাশিয়া

আসমা বাশার

   

ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের বরাত দিয়ে তুর্কি মিডিয়া মস্কোতে আশ্রয় নেওয়া সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের স্ত্রী আসমা বাশারকে নিয়ে মিথ্যা খবর প্রচার করছে বলে দাবি করেছে রাশিয়া।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার এক বিবৃতিতে ওই সংবাদটি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, এটি বাশারের বিরুদ্ধে ইসরায়েলের মিথ্যা প্রপাগান্ডা।

তুর্কি গণমাধ্যম ইসরায়েলের মিথ্যা খবরের ফাঁদে পা দিয়েছে।পরে তাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়েছে বলে দাবি করেছেন দিমিত্রি পেসকভ। মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করেছে আরব নিউজ।

ইসরায়েলি ও তুর্কি গণমাধ্যমে সোমবার বলা হয়, মস্কোর নির্বাসিত জীবন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে রাশিয়ার আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেনে তার স্ত্রী আসমা আল-আসাদ। লন্ডনে চলে যেতে চান বলেও জানিয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, আসমা সম্প্রতি রাশিয়ার আদালতে আবেদন করেছেন এবং মস্কো ছাড়ার জন্য বিশেষ অনুমতি চেয়েছেন। তার আবেদন বর্তমানে রাশিয়ার কর্তৃপক্ষ মূল্যায়ন করছে বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ১৯৭৫ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন আসমা। সেখানেই তার বেড়ে ওঠা।২০০০ সালে আসমা সিরিয়ায় যান এবং একই বছর আসাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বাবা হাফেজ আল-আসাদের মৃত্যুর পর ২০০০ সালে সিরিয়ার ক্ষমতায় আসেন বাশার আল-আসাদ। এরপর ২৪ বছর শক্ত হাতে শাসন করেন সিরিয়া।

তবে ১২ দিনের ঝটিকা আক্রমণে গত ৮ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও আরও কিছু বিদ্রোহী গোষ্ঠী। উদ্ভূত পরিস্থিতিতে বিমানে করে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

ক্ষমতাচ্যুত হওয়ার পর বাশার আল-আসাদ মস্কোকে আশ্রয় লাভ করেন। সেখানে বসবাস করলেও তার ওপর বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়। তাকে মস্কো ত্যাগ করার অনুমতি দেয়া হয়নি বা রাজনৈতিক কোনো তৎপরতা চালানোর অনুমোদন দেয়া হয়নি।

রুশ কর্তৃপক্ষ তার সম্পদ ও অর্থ জব্দ করেছে। তার সম্পদের মধ্যে ছিল ২৭০ কেজি স্বর্ণ, ২ বিলিয়ন ডলার, মস্কোতে ১৮টি অ্যাপার্টমেন্ট। সোমবার এক বিবৃতিতে ক্রেমলিন ওই সম্পদ জব্দের খবরকেও ভুয়া বলে আখ্যায়িত করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App