×

রাশিয়া

রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ পিএম

রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্ত

ছবি : সংগৃহীত

   

কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইনসের উড়োজাহাজটি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে তদন্তের প্রাথমিক ফলাফল। বিষয়টি নিশ্চিত করেছে চারটি সূত্র, যেগুলো রয়টার্সকে এই তথ্য দিয়েছে। তবে রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তদন্তের সমাপ্তি না হওয়া পর্যন্ত কোনো নির্দিষ্ট উপসংহার টানা ঠিক নয়।

গত বুধবার কাজাখস্তানের আকতাউ শহরের কাছে উড়োজাহাজটি (ফ্লাইট জে২-৮২৪৩) বিধ্বস্ত হয়, যার ফলে ৩৮ জন নিহত হন। উড়োজাহাজটিতে মোট ৬৭ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ছিলেন যাত্রী ও ক্রু সদস্যরা। উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ায় গ্রোজনি শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল, কিন্তু কিছু সময় পর এটি অন্য একটি পথে ঘুরিয়ে দেয়া হয়। উড়োজাহাজটি এমন একটি এলাকা দিয়ে উড়ছিল, যেখানে রাশিয়া নিয়মিতভাবে ইউক্রেনীয় ড্রোনের বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে।

রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা একে জরুরি পরিস্থিতি বলে বর্ণনা করেছে, যা সম্ভবত পাখির আঘাতের কারণে ঘটেছিল। উড়োজাহাজটির যাত্রাপথের নিকটতম রুশ বিমানবন্দর, মাখাচকালা, গত বুধবার সকালে বন্ধ ছিল।

আজারবাইজানের তদন্তের প্রাথমিক ফলাফলে জানা গেছে, উড়োজাহাজটিকে রাশিয়ার প্যান্টসির-এস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে আঘাত করা হয়েছিল। আরেকটি সূত্র জানায়, গ্রোজনি যাওয়ার সময় উড়োজাহাজটির যোগাযোগ ব্যবস্থা ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার কারণে বিঘ্নিত হয়েছিল। তবে, সূত্রটি এটাও স্পষ্ট করেছে যে, কেউ উড়োজাহাজটিকে উদ্দেশ্যমূলকভাবে ভূপাতিত করার দাবি করেনি, তবে বাকু আশা করছে রাশিয়া তাদের এ তদন্তের ফলাফল মেনে নেবে এবং স্বীকার করবে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উড়োজাহাজটিকে ভূপাতিত করেছে।

রয়টার্সের কাছে আজারবাইজানের তদন্তের বিষয়ে আরও তিনটি সূত্র নিশ্চিত করেছে যে, প্রাথমিক তদন্তে একই ফলাফল এসেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো সাড়া দেয়নি।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি স্পষ্ট হয়েছে যে রাশিয়ার বিমানবিধ্বংসী ব্যবস্থা আজারবাইজানের উড়োজাহাজটিতে আঘাত করতে পারে। অন্যদিকে, কানাডা গভীর উদ্বেগ প্রকাশ করেছে, কারণ তারা নিশ্চিত করেছে যে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উড়োজাহাজটিকে ভূপাতিত করেছে। 

কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী কানাত বজুমবায়েভ বলেছেন, তিনি নিশ্চিতভাবে বলতে পারছেন না, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উড়োজাহাজটিকে ভূপাতিত করেছে, তবে এই ঘটনার সত্যতা বা অস্বীকৃতি নিয়ে কোনো নির্দিষ্ট অবস্থান নেয়া সম্ভব হচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App