চার গোল করে ৬৩ বছরের রেকর্ড ভাঙলেন এমবাপে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ১০:৫১ এএম

জয়ের পর উল্লাস করছেন কিলিয়ান এমবাপে
শুক্রবার লা লিগার সভাপতি এমবাপেকে আনসু ফাতির সঙ্গে তুলনা করেছিলেন। সেটি শুনেই বোধহয় কিলিয়ান এমবাপে এমন বাঘা হয়ে উঠলেন। কাজাখাস্তানের বিপক্ষে একাই করলেন চারটি গোল। জোড়া গোল করলেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। এর মাধ্যমে বড় জয় তুলে নিল তাদের দল ফ্রান্স।
শনিবার (১৩ নভেম্বর) রাতে প্যারিসে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপের ম্যাচটি ৮-০ গোলে জিতেছে দিদিয়ের দেশমের দল। তাতে কাতার বিশ্বকাপে খেলাও নিশ্চিত হয়ে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। ফিফা র্যাঙ্কিংয়ের ১২৫তম স্থানে থাকা কাজাখাস্তানের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য দেখায় ফ্রান্স।
ম্যাচের ১২ মিনিটের ভেতর দুই গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। প্রথম গোলটি আসে বেনজেমার সহায়তায়। তিনি বল দেন থিও হার্নান্দেজকে। তার কাট ব্যাকে বল পেয়ে জালে জড়ান এমবাপে। এরপর বারোতম মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষক বক্স ছেড়ে বেরিয়ে এলে তাকে ফাঁকি দিয়ে গোল করেন এমবাপে।