অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন আর নেই

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৮:১৩ পিএম
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন আর নেই। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (৪ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছে ফক্স ক্রিকেট। তার বয়স হয়েছিল ৫২ বছর।
সকালেই অস্ট্রেলিয়ার এক কিংবদন্তি রড মার্শের মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়েছিল গোটা ক্রিকেটমহল। দিন কাটতে না কাটতে আরেক দুঃসংবাদ। মার্শের পর একইদিন মারা গেলেন শেন ওয়ার্ন।
মৃত্যুকালে থাইল্যান্ডের কোহ সামুইয়ে তাঁর ব্যক্তিগত ভিলায় ছিলেন শেন ওয়ার্ন। অচৈতন্য অবস্থায় তাঁকে সেখান থেকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকদের সবরকম চেষ্টা সত্ত্বেও সাড়া দেননি এই স্পিন গ্রেট।
ক্রিকেট ইতিহাসে সেরা লেগ স্পিনার হিসেবেই গণ্য করা হয় শেন ওয়ার্নকে।
ক্রিকেট ক্যারিয়ারে একের পর এক সাফল্যে ছিনিয়ে নিতে ওস্তাদি ছিলেন ওয়ার্ন। ১৫ বছরের বর্ণাঢ্য ক্রিকেট যাত্রায় তিনি ১৪৫ টেস্টে ৭০৮টি উইকেট নিয়েছেন। টেস্ট ইতিহাসের এটি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট অর্জন । তার চেয়ে বেশি সর্বোচ্চ ৮০০ উইকেট অর্জন করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট অর্জনের গৌরবের অধিকারী ওয়ার্ন। ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালে তিনি ম্যাচসেরাও হয়েছিলেন।