×

খেলা

সালাহ-দিয়াজের গোলে লিভারপুলের জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২২, ১০:৪৫ পিএম

সালাহ-দিয়াজের গোলে লিভারপুলের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে শনবিার ব্রাইটনের মাঠে গোলের উদ্দেশ্যে বল নিয়ে ছুটছেন লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ও মোহাম্মদ সালাহ।

   

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে লিভারপুল। শনিবার (১২ মার্চে) এই খেলার প্রথমার্ধে লুইজ দিয়াজ ও দ্বিতীয়ার্ধে মোহম্মদ সালাহর পেনাল্টি থেকে গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লপের দল। এ জয়ের ফলে প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইটা জমিয়ে রেখেছে লিভারপুল। সমান ২৮ ম্যাচে ম্যানসিটির থেকে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে আছে অল রেডরা।

চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের কাছে ১-০ হার ছিল এই মৌসুমে ঘরের মাঠে লিভারপুলের প্রথম হার। টানা ২৮ ম্যাচ অ্যানফিল্ডে অপরাজিত থেকে ইতালিয়ান ক্লাবের বিপক্ষে হারের স্বাদ পায় ক্লপের দল। এ হারের পরের ম্যাচেই আবারো জয়ের ধারায় ফিরেছে অল রেডরা।

প্রতিপক্ষ ব্রাইটনের মাঠে প্রথমার্ধের ১৯ মিনিটের মাথায় এগিয়ে যায় লিভারপুল। ক্যামেরুনের ডিফেন্ডার জোয়েল মাতিপের বাড়ানো বল থেকে গোল করেন জানুয়ারিতে লিভারপুলে আসা কলম্বিয়ান স্ট্রাইকার লুইজ দিয়াজ। প্রথমার্ধে আরো বেশ কয়েকটি সুযোগ পায় দুদলই। কিন্তু কোনো দলই আর গোল না করতে পারলে ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আরো একবার গোলের দেখা পায় লিভারপুল। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন মিসরীয় তারকা মোহম্মদ সালাহ। ২-০ ব্যবধানে এগিয়ে থাকা লিভারপুল আরো বেশ কয়েকটি সুয়োগ সৃষ্টি করলেও সেগুলো আর কাজে লাগাতে পারেনি। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় আর কোনো গোল না হলে প্রতিপক্ষের মাঠ থেকে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

ব্রাইটন ম্যাচ জিততে না পারলেও নিজেদের মাঠে বল দখলের লড়াইয়ে এগিয়েই ছিল। তবে ম্যাচে তারা লিভারপুলের ডিফেন্সকে ভেদ করে বল জালে জড়াতে পারেনি একবারও। তাদের ৫২ শতাংশ বলের দখলের বিপরীতে লিভারপুলের দখলে বল ছিল ৪৮ শতাংশ। তবে শট নেয়ার দিক থেকে ঠিকই এগিয়ে ছিল মোহম্মদ সালাহরা। লিভারপুলের নেয়া ১৮টি শটের নয়টিই ছিল পোস্টে অন্যদিকে ব্রাইটনের নেয়া ৮টি শটের মাত্র তিনটি ছিল পোস্টে।

এ জয়ে ২৮ ম্যাচে ২০ জয়, ২ হার ও ৬ ড্রতে ৬৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে আছে লিভারপুল। সমান ম্যাচে ২২ জয়, ৩ হার ও ৩ ড্রতে ৬৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ব্রাইটন ২৮ ম্যাচ থেকে ৭ জয়, ৯ হার ও ১২ ড্রতে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩ তম স্থানে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App