দুর্দিনে বাবরকে পাশে পেলেন কোহলি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২২, ১২:৫৫ পিএম

পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। ফাইল ছবি
দুর্দিনে কেউ না থাকুক, শত্রুদেশ পাকিস্তানের ক্রিকেটার বাবর আজমকে পাশে পেয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতা নিয়ে সর্বত্র সমালোচিত হচ্ছেন ভারতীয় ক্রিকেটার কোহলি। তিন বছর আগে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর থেকে সত্তরেই আটকে পড়েছেন। আর সমালোচকরা এই নিয়ে করে চলেছেন সমালোচনা।
এমন দুর্দিনে কোহলির পাশে হাত বাড়িয়ে দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম। খবর হিন্দুস্তান টাইমসের।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে কোহলিকে সমবেদনা জানিয়ে লিখেছেন, সাহস হারাবেন না। শক্ত থাকুন। এই দুর্দিন কেটে যাবে।
ওই পোস্টে তিনি কোহলির নাম হ্যাশট্যাগে যুক্ত করতে ভোলেননি।