বন্ধুর জন্য ‘শত্রুকে’ সমর্থন করবেন মেসি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২২, ০১:৩৯ পিএম

পিএসজির তারকা লিওনেল মেসি। ফাইল ছবি
নাসিওনালে ফিরে এসেছেন লুইস সুয়ারেজ। তাকে অভিনন্দন জানিয়ে টুইটারে প্রকাশ হওয়া এক ভিডিওবার্তায় পিএসজির ফুটবল তারকা লিওনেল মেসি বলেছেন, নাসিওনালকে নিয়ে আমাদের (এক সময় এই ক্লাবে ছিলেন) নিওয়েলস সমর্থকদের সুখস্মৃতি নেই। তবে তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমার জন্য যেকোনো কিছু করতে পারি। আমরা এখন থেকে নাসিওনালের খেলা দেখব। তোমার জন্য শুভকামনা।
অর্থাৎ সুয়ারেজের জন্য ‘শত্রুকে’ সমর্থন করতেও দ্বিধা করবেন না মেসি। এদিকে, রবিবার নাসিওনালের সুয়ারেজকে বরণ করে নিয়েছেন হাজারো সমর্থক। তাদের ভালোবাসা আর উন্মাদনায় অভিভূত হয়ে এবং নাসিওনালে ফেরার অনুভূতি জানাতে এক টুইটে তিনি বলেন, আমার পরিবারের সঙ্গে ঘরে ফিরতে পেরে গর্বিত। স্বাগত জানানোর জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এটা রোমাঞ্চকর ছিল। আমি যেখানে থাকতে চাই সেখানেই এসেছি। নাসিওনালের সঙ্গে সবকিছু জিততে চাই।