আর্জেন্টিনার বিস্ময়বালককে নিয়ে ২০ ক্লাবের কাড়াকাড়ি!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২২, ১২:১৪ পিএম

আর্জেন্টিনার বিস্ময়বালক উইঙ্গার আলেহান্দ্রো গারনাচো। ফাইল ছবি
আর্জেন্টিনার বিস্ময়বালক উইঙ্গার আলেহান্দ্রো গারনাচোকে সবাই চায়। তাকে নিয়ে শুরু হয়েছে কাড়াকাড়ি। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই প্রতিভাবান ফুটবলারকে দলে পাওয়া আকাঙ্ক্ষা প্রকাশ করেছে ২০টিরও বেশি ক্লাব।
গারনাচোকে খেলার সুযোগ করে দিতে আগামী মৌসুমে ধারে ছাড়তে ইচ্ছুক ম্যানচেস্টার ইউনাইটেড। এ খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই তার জন্য হুমড়ি খেয়ে পড়েছে ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালি ও স্কটল্যান্ডের অনেকগুলো ক্লাব। এরই মধ্যে তারা ম্যানইউয়ের কাছে আনুষ্ঠানিকভাবে ধারের প্রস্তাব পাঠিয়েছে। খবর ডেইলি মিররের।
স্পেনের রাজধানী মাদ্রিদে জন্ম নেয়া গারনাচো ২০২০ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাকাডেমিতে যোগ দেন। অ্যাকাডেমি পর্যায়ে কোচদের নজর কেড়ে এখন ইউনাইটেডের মূল দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন গারনাচো। গত এপ্রিলে চেলসির বিপক্ষে বদলি হিসেবে প্রিমিয়ার লিগ অভিষেক হয় তার। ২০২২-২৩ মৌসুমের প্রথম ম্যাচেও ব্রাইটনের বিপক্ষে খেলেছেন এই তরুণ উইঙ্গার।