রেকর্ড ভাঙতেই প্রিমিয়ার লিগে হল্যান্ড!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৪:১২ পিএম

Yd

ছবি: সংগৃহীত
প্রিমিয়ার লিগে মাত্র পাঁচ ম্যাচ খেলেই সাদিও মানে, এইডেন হ্যাজার্ড, সন হেউয়েং মিনের মতো বিশ্বমানের স্ট্রাইকারদের হ্যাটট্রিক সংখ্যা ছুঁয়ে ফেলেছেন আর্লিং হল্যান্ড। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল চেলসির গোল সংখ্যা ছয়টি, যেখানে হল্যান্ড একাই গোল করেছেন নয়টি।
মাত্র ১০১টি স্পর্শের মাধ্যমে এই নয় গোল করেছেন হল্যান্ড। এসব সমীকরণ দেখে বিশ্নেষকরা বলছেন, প্রিমিয়ার লিগের অনেক রেকর্ডই ভেঙে দেবেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। কিংবদন্তি ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকার প্রিমিয়ার লিগে অ্যালান শিয়েরারের সর্বোচ্চ গোলের (২৬০) রেকর্ড নিয়ে শঙ্কিত। মাইকেল ওয়েন তো মনে করছেন, গোলের সব রেকর্ড ভেঙে দেবেন হল্যান্ড।
শিয়েরারের রেকর্ড ভাঙতে কয়েক মৌসুম লাগলেও মোহামেদ সালাহর এক মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের (৩২) রেকর্ড এখনি হুমকির মুখে। গার্দিওলার বিশ্বাস, সার্জিও আগুয়েরোকে হটিয়ে সিটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি একদিন হল্যান্ডই দখল করবেন। অবশ্য এরই মধ্যে আগুয়েরোর একটি রেকর্ড বুধবার রাতে ভেঙে দিয়েছেন নওরোজিয়ান এ স্ট্রাইকার।
ইংল্যান্ডের ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ লেবেলে প্রথম পাঁচ ম্যাচে সর্বোচ্চ আট গোল করে যৌথভাবে রেকর্ড করেছিলেন আগুয়েরো ও মিক কুইন। পাঁচ ম্যাচে নয় গোল করে সে রেকর্ড ভেঙে দিয়েছেন হল্যান্ড। তার কল্যাণেই গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম ব্যাক-টু-ব্যাক হ্যাটট্রিক দেখল প্রিমিয়ার লিগ। বুধবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে হ্যাটট্রিকের আগে শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেও এই ঘটনা ঘটান তিনি। এজন্য সিটির হয়ে আগুয়েরোর ২৬০ গোলের (প্রিমিয়ার লিগে ১৮৪) রেকর্ড ভাঙার সম্ভাবনা দেখছেন অনেকে।
সিটি বস গার্দিওলা নটিংহ্যামের বিপক্ষে হল্যান্ডের হ্যাটট্রিকের পর আগুয়েরোর রেকর্ড ভাঙার বিষয়ে বলেন, সার্জিও কিংবদন্তি। আধুনিক ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটি করে সে সিটি ভক্তদের হৃদয়ে যে জায়গায় আছে, সেখান থেকে কেউ তাকে সরাতে পারবে না। আর্লিংয়েরও সে জায়গায় পৌঁছানোর সামর্থ্য আছে। সার্জিও যা করেছে, তা দুর্দান্ত। আর্লিংয়েরও সে প্রতিভা আছে।