আমিরাতের সঙ্গে টি-টুয়েন্টি সিরিজে খেলবেন না সাকিব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৩ পিএম
টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পের জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাইকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেপ্টেম্বরের শেষ সপ্তাহের ক্যাম্পে আরব আমিরাতের সঙ্গে থাকছে দুটি আন্তর্জাতিক ম্যাচও। তবে এ সিরিজে খেলছেন না দলের অধিনায়ক সাকিব আল হাসান। ক্যারিবিয়ান ক্রিকেট লিগ (সিপিএল) নিয়ে তখন ব্যস্ত থাকবেন তিনি।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, ক্যাম্পে থাকবেন না সাকিব। ম্যাচ দুটির আন্তর্জাতিক মর্যাদা নিয়ে তিনি বললেন, এ মুহূর্তে এটি বলতে চাচ্ছি না। তবে এমনই চেষ্টা চলছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ২২ তারিখ টিমের দুবাই যাওয়ার ব্যাপারে সিডিউল করা হয়েছে। ২২ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে কয়েকটি প্র্যাকটিস সেশন এবং দুইটা আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলার পরিকল্পনা রয়েছে। সেভাবে আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করা হচ্ছে।
দেশে ফিরে এক অক্টোবর নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে দল চলে যাবে অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে।