ইনজুরিতে মুশফিক, হাঁটুতে ৬ সেলাই

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৯ পিএম

মুশফিকুর রহিম। ফাইল ছবি
জিম করতে গিয়ে বাম পায়ের হাঁটুর নিচে আঘাত পেয়েছেন মুশফিকুর রহিম। তাতে ছয় সেলাই লেগেছে। সুস্থ হয়ে ফিরতে সময় লাগবে ১৪ দিন, এমনটি জানিয়েছে বিসিবি।
আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ফিটনেস নিয়ে কাজ করার জন্য মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে গিয়েছিলেন মুশফিক। সেখানে ফিটনেস নিয়ে কাজ করার সময় এক পর্যায়ে দুর্ঘটনাবশত বাম পায়ের হাঁটুর নিচে চোট পান ৩৫ বছর বয়সী এ ব্যাটার।
এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, চোট কাটিয়ে উঠতে অন্তত এক সপ্তাহ লাগবে। এই সময়টা পুরোপুরি বিশ্রামেই কাটাতে হবে মুশফিককে। আপাতত খেলা না থাকায় অন্তত কোনো ম্যাচ মিস করবেন না মুশফিক।
সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিক। আর নভেম্বরের শেষ দিকে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসার আগে টি-টোয়েন্টি ছাড়া কোনো খেলা নেই বাংলাদেশের। তাই জাতীয় দলের খেলায় মুশফিকের চোটের কোনো প্রভাব পড়বে না।
১০ অক্টোবর থেকে শুরু হবে জাতীয় লিগ। সেই প্রস্তুতি নিতে ফিটনেসের কাজ করছিলেন তিনি। কিন্তু জিম করতে গিয়ে আঘাত পেয়ে মাঠের বাইরে থাকতে হচ্ছে দুই সপ্তাহের জন্য।