কৃষ্ণার ড্রিবলিং: ভাইরাল ভিডিওটি সাফ ফাইনালের নয়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৩ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আলো ছড়িয়েছেন কৃষ্ণা রানি সরকার। দুই গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে হয়েছেন ম্যাচ সেরা। ম্যাচে সাবলীল কৃষ্ণার দুটি গোলও ছিল চোখে লেগে থাকার মতো।
সাবিনা খাতুনের পাস ধরে কৃষ্ণার করা প্রথম গোলটি যেন বিশ্বমানের কোন ফুটবলারের নেয়া শট। ম্যাচে গতি, ড্রিবলিং সব মিলিয়ে কৃষ্ণা ছিলেন অসাধারণ। ড্রিবলিংয়ের জাদু তিনি আগেও দেখিয়েছেন। পুরনো তেমনই এক ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে।
ভিডিওটি সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের দাবি করে তাকে বাংলাদেশের লিওনেল মেসি, নেইমার জুনিয়র, রোনালদিনহো বলে উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে। তবে ওই ভিডিওটি সাফের ফাইনালের নয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কৃষ্ণা নাম্বার টেন জার্সি পরে খেলছেন। তবে সাফের ফাইনালে টাঙ্গাইলের মেয়ে কৃষ্ণা খেলেছেন নাম্বার নাইন জার্সি পরে। দশ নম্বর জার্সি পরে খেলেছিলেন জাহান স্বপ্না। এছাড়া ভাইরাল ভিডিওতে কৃষ্ণা লাল জার্সি পরেছেন দেখা গেলেও সাফের ফাইনালে তাদের লাল জার্সির নিচের অংশে ছিল সবুজ। নেপালের জার্সিরও নেই মিল।