বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা সাবিনাদের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৩:২০ পিএম

বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সাফ জয়ীরা

বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা দেয়া হয় সাফ জয়ীদের
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশের মেয়েরা। বিজয়ী মেয়েরা জয়ের ট্রফি হাতে দেশে ফিরেছেন।
বুধবার দুপুর একটা ৪০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোয় সাবিনাদের বহনকারী বিমান। এ সময় তাদের বর্ণিল ফুলেল সংবর্ধনা দেওয়া হয় এবং খেলোয়াড়দের মিষ্টিমুখ করান বাফুফে কর্মকর্তারা।
বিমানবন্দরে তাদের ফুলেল অভ্যর্থনা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া সচিব এবং মন্ত্রণালয় ও বাফুফে কর্মকর্তারা। এর পর বিমানবন্দর থেকেই ছাদখোলা বাসে শুরু হবে বিজয় উদযাপন। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে এ অভ্যর্থনা চলবে বাফুফে পর্যন্ত।
নারীদের এ বিজয় পুরো বাংলাদেশের। তাই এ বিজয় উদযাপন করার জন্য সবাইকে সঙ্গে থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন দুই গোল দেওয়া কৃষ্ণা রানী সরকার।