×

খেলা

বিজয় মিছিল শেষে বাফুফে ভবনে সাফজয়ীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৯:১১ পিএম

বিজয় মিছিল শেষে বাফুফে ভবনে সাফজয়ীরা

সাফ জয়ী বাংলার মেয়েদের দেয়া হয়েছে রাজসিক সংবর্ধনা

বিজয় মিছিল শেষে বাফুফে ভবনে সাফজয়ীরা

জয়োল্লাসে সাফজয়ী কন্যাদের বরণ

বিজয় মিছিল শেষে বাফুফে ভবনে সাফজয়ীরা
   

বিমানবন্দর থেকে বাফুফে ভবন উচ্ছ্বাসে কেটেছে প্রতিটি ক্ষণ। ছাদখোলা বাসে করে সাফ নারী চ্যাম্পিয়ন বাংলার মেয়েরা চার ঘণ্টার বেশি সময় শিরোপা হাতে উদযাপন ও বিজয় মিছিল করেছেন রাজধানী ঢাকাতে।

শাহজালাল বিমানবন্দরে নামার পর মেয়েদের ফুল দিয়ে বরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে কথা বলেন, অধিনায়ক সাবিনা খাতুন, কোচ গোলাম রাব্বানি এবং ফুটবলার সানজিদা।

বেলা তিনটার দিকে ছাদখোলা বাসে উঠে জয়যাত্রা শুরু করেন মেয়েরা। জয়যাত্রা বিমানবন্দর, কাকরাইল, মহাখালী হয়ে শহীদ জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণি, তেঁজগাও হয়ে শাপলা চত্ত্বর দিয়ে ফুটবল ফেডারেশন ভবনে পৌঁছে।

[caption id="attachment_369980" align="aligncenter" width="1419"] জয়োল্লাসে সাফজয়ী কন্যাদের বরণ[/caption]

মধ্যে ঘটেছে একটা অনাকাঙ্খিত ঘটনা। ছাদখোলা বাস রেডিসন ব্লু হোটেল ছাড়ালে বিল বোর্ডের কোণা মাথায় লেগে আহত হোন ঋতুপর্ণা চামকা। তাকে তাৎক্ষণিক হাতপাতালে নেয়া হয়। মাথায় তিনটি সেলাই পড়ে তার। তবে সুস্থ আছেন।

নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফ শিরোপা জয়ী মেয়েদের আজকের আনুষ্ঠানিকতা শেষ হয় বাফুফে ভবনে। সেখানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন চ্যাম্পিয়নদের বরণ করেন। তাদের সঙ্গে ফটোসেশন করেন। সংবাদ মাধ্যমে কথা বলেন বাফুফে সভাপতি। এরপর রিফ্রেশমেন্টের মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা।

এর আগে বিমানবন্দরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‌‘আমাদের এতো সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক কৃতজ্ঞ এবং গর্বিত। সকলকে ধন্যবাদ। এই ট্রফি বাংলাদেশের সকল মানুষের।’

[caption id="attachment_369911" align="aligncenter" width="1390"] বুধবার রাজধানীর বিমানবন্দরে সাফজয়ী সাবিনাদের বরণ করতে মানুষের ঢল। ছবি : ভোরের কাগজ[/caption]

সাফ শিরোপা জয়ী দলের ফুটবলার ও স্টাফদের জন্য ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া বাফুফে সহ-সভাপতি মানিক বিজয়ীদের জন্য ৫০ লাখ টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছেন। দুটি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও মেয়েদের আর্থিক অনুদান দেওয়ার কথা বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App