পাকিস্তান ক্রিকেট দলে করোনার থাবা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ১২:০৯ পিএম

ফাইল ছবি
পাকিস্তান ক্রিকেট দলে করোনার থাবা পড়েছে। কোভিডে আক্রান্ত হয়েছেন এশিয়া কাপে চোখ ধাঁধানো পারফর্ম করা পেসার নাসিম শাহ। বিশ্বকাপ সামনে রেখে খেলোয়াড়রা করোনায় আক্রান্ত হওয়ায় চিন্তায় পড়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
বুধবার হঠাৎ করেই বুকে সংক্রমণ দেখা দেয় নাসিম শাহর। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এরই সঙ্গে প্রচণ্ড জ্বরে ভুগতে থাকেন। চিকিৎসকরা জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন নাসিম। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করার পর ডেঙ্গু ও করোনা টেস্ট করানো হয়। ফলে কোভিড-১৯ পজিটিভ আসে।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন মুখপাত্র জানিয়েছিলেন, আগের তুলনায় বেশ ভালো আছেন নাসিম। জ্বর কমতির দিকে।
এরই মধ্যে এ তরুণ পেসারের করোনা আক্রান্তের খবর পাওয়া গেল।
সূত্র: বিবিসি