চোটে প্রিটোরিয়াসের বিশ্বকাপ শেষ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ১২:১৫ পিএম

ডোয়াইন প্রিটোরিয়াস
বিশ্বকাপ মঞ্চে নিজকে সেরা প্রমাণ করার অপেক্ষায় থাকেন সব ক্রিকেটারই। তবে চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস। ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে চোটে পড়েন এই প্রোটিয়া ক্রিকেটার। বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরায় রোহিত শর্মাদের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে তো পারবেন না এই অলরাউন্ডার। প্রিটোরিয়াসের চোটের বিষয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রধান চিকিৎসক শুয়াইব মাঞ্জরা জানিয়েছেন, এই ধরনের চোটে সাধারণত অস্ত্রোপচার প্রয়োজন হয়। দক্ষিণ আফ্রিকায় ফেরার পর প্রিটোরিয়াসকে একজন শল্যবিদের পরামর্শ নিতে হবে। তাছাড়া বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরায় তিনি বিশ্বকাপে খেলতে পারবেন না।
এদিকে প্রিটোরিয়াসের বদলি হিসেবে বিশ্বকাপ দলে দেখা যেতে পারে রিজার্ভে থাকা পেসার মার্কো ইয়ানসেন বা অলরাউন্ডার আন্দিলে ফিকোয়াওকে। দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত মাত্র ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইয়ানসেন। সব মিলিয়ে খেলেছেন ২২টি। প্রিটোরিয়াসের মতো লোয়ার অর্ডারে ব্যাট হাতে ভূমিকা রাখতে পারেন এ বাঁহাতি পেসার। অভিজ্ঞতার দিক থেকে ইয়ানসেনের চেয়ে এগিয়ে থাকবেন ফিকোয়াওই। এছাড়া প্রিটোরিয়াসের আগে দক্ষিণ আফ্রিকাকে দুসংবাদ দিয়েছেন রেসি ফন ডার ডুসেনে। ইনজুরির কারণে বিশ্বকাপে খেলা হচ্ছে না তার। কনুইয়ের চোটের কারণে বিশ্ব মঞ্চে তাকে পাচ্ছে না প্রোটিয়ারা। ডুসেনের অনুপস্থিতিতে বিশ্বকাপের দরজা খুলে গেছে কোলপাক চুক্তি থেকে ফেরা বাঁহাতি টপঅর্ডার ব্যাটার রাইলি রুশোর। দলে জায়গা ধরে রেখেছেন রেজা হেন্ডরিকসও। যাইহোক অভিজ্ঞ দুজন ক্রিকেটার ইনজুরিতে থাকায় বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। তাছাড়া ভারতের বিপক্ষে ওয়ানডে দলে প্রিটোরিয়াসের বদলি হিসেবে ডাকা হয়েছে পেসার মার্কো ইয়ানসেনকে। দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাটে-বলে দারুণ ছন্দে ছিলেন প্রিটোরিয়াস। এই বছর খেলা ৮টি টোয়েন্টিতে ২০.৬৬ গড়ে নিয়েছেন ১২ উইকেট। এছাড়া চোটের কারণে ইংল্যান্ড সফরের পুরোটাই মিস করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা। তবে বিশ্বকাপের ভাবনায় সার্জারির বদলে নিবিড় পর্যবেক্ষণে থেকে সুস্থ হওয়ার পথই বেছে নেন তিনি। ভারত সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরেন বাভুমা।
অন্যদিকে বিশ্বকাপের আগে ইনজুরি হানা দিয়েছে ভারতেও। পিঠের চোটের জন্য ছিটকে গেলেন ডানহাতি তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছিলেন তিনি। বুমরাহর অনুপস্থিতি ডেথ ওভারে ভারতের সংকট বাড়িয়ে দিয়েছে।