ভারতের বিপক্ষে জিতলে সেটা অঘটন হবে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ০৩:১৯ পিএম

সাকিব আল হাসান। ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভের ম্যাচে বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। অ্যাডিলেড ওভালে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। এই ম্যাচ নিয়ে টাইগার অধিনায়ক সাকিব বেশ আশাবাদী।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ভালো একটা ম্যাচ হলে অবশ্যই ভালো হবে দর্শকদের জন্য। শেষ ম্যাচটা ভালো ছিল। আশা করি তেমন একটা ভালো ম্যাচ যেন উপহার দিতে পারি। ভারতের বিপক্ষে তাদের জয় পাওয়াটা সহজ হবে না। বরং বাংলাদেশ জিতে গেলে সেটাই বরং অঘটন হবে।
তিনি বলেন, ভারত ফেভারিট টিম। তারা বিশ্বকাপ জিততেই এসেছে। আমরা ফেভারিট না, আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি। ভারতের বিপক্ষে আমরা যদি জিততে পারি, তাহলে এটি অঘটন হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। আমরা অঘটন ঘটানোর চেষ্টা করবো।
প্রতিপক্ষ নিয়ে চিন্তা না করে নিজেদের পরিকল্পনাতেই মন দিতে চান সাকিব। তিনি মনে করেন, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যেমন বলেছি। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, সবগুলোতে একই অ্যাপ্রোচে খেলতে চাই। কোন দেশের সঙ্গে কোন পরিস্থিতিতে খেলা হচ্ছে, এগুলো নিয়ে চিন্তা করতে চাই না। তাই আমাদের একই পরিকল্পনা থাকবে।