সাফজয়ী নারী দলকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ১২:০৪ পিএম

ফাইল ছবি
সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে আগামী ৯ নভেম্বর বুধবার সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাবিনা-কৃষ্ণাদের সংবর্ধনা দেয়া হবে।
শুক্রবার (৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনালে বাংলাদেশের মেয়েরা স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে। টুর্নামেন্টে সবকয়টি ম্যাচ জিতে অসাধারণ কৃতিত্ব দেখায় বাংলাদেশ।
গ্রুপ পর্বে বাংলাদেশ ৩-০ গোলে মালদ্বীপকে, ৬-০ গোলে পাকিস্তানকে এবং ৩-০ গোলে ভারতকে পরাজিত করে। সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা ৮-০ গোলে ভুটানকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছিল।