মরুভূমিতে কাতারের ‘ফ্যান ভিলেজ’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ১২:১৫ পিএম

বিশ্বকাপে ভক্তদের জন্য ‘ফ্যান ভিলেজ’ বানিয়েছে কাতার কর্তৃপক্ষ। ছবি: এপি
বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসা মানুষের জন্য ভক্তগ্রাম অর্থাৎ ফ্যান ভিলেজ নির্মাণ করেছে কাতার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই অগণিত মানুষের সমাগম ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে দেশটি।
বিশ্বকাপ ঘিরে পঙ্গপালের মতো আসতে থাকা মানুষের বসবাসের স্থান জোগাতে নিজেদের বড় বড় প্রমোদ তরিগুলোকে ভাসমান হোটেল হিসেবে ব্যবহার করতে হচ্ছে কাতারকে। খবর এপি, ডেইলি মেইলের।
এছাড়া আবাসন সমস্যা সমাধানে আরেকটি পন্থা বের করেছে দেশটি। সেটা হলো ফ্যান ভিলেজ নির্মাণ, যা বাইরে থেকে দেখতে সারিবদ্ধ জাহাজের কনটেইনারের মতো হলেও ভেতর থেকে পাঁচ তারকা হোটেলের কম নয়।
আল-ইমাদি নামক এই ফ্যান ভিলেজের প্রতি রুমে একটি বাথরুম, মিনি ফ্রিজ ও একটি এসি রয়েছে। মরুভূমির উত্তাল পরিবেশে নিজের তৃষ্ণা মেটাতে দুই বোতল পানি, গেমিংয়ের জন্য বড় স্ট্ক্রিন, টেনিস কোর্ট ও জিম সুবিধা রয়েছে ভিলেজটিতে।