
প্রিন্ট: ০৬ মে ২০২৫, ০৯:২১ পিএম
আরো পড়ুন
নেইমারের পর ছিটকে গেলেন দানিলো

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২, ১০:৪৪ পিএম

অ্যাঙ্কেলের চোটের কারণে বিশ্বকাপের গ্রুপপর্বে আর খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের। এবার দল থেকে ছিটকে গেলেন ডিফেন্ডার দানিলোও। চোটের কারণে গ্রুপপর্বের বাকি দুই ম্যাচ খেলতে পারবেন না তিনি।
সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের গ্রুপপর্বের ম্যাচে প্রথম একাদশে থাকলেও ম্যাচের শেষে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় দানিলোকে। ব্রাজিল দলের পক্ষ থেকে অবশেষে নিশ্চিত করা হয়েছে, নেইমারের মতোই অ্যাঙ্কেলের চোটে পড়েছেন দানিলো।
এ বিষয়ে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুলব্যাক দানিলোর অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। টিএনটি স্পোর্টস ব্রাজিল জানিয়েছে, সুইজারল্যান্ড এবং ক্যামেরুনের বিপক্ষে বাকি দুই ম্যাচ খেলতে পারবেন না ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

অ্যাঙ্কেলের চোটের কারণে বিশ্বকাপের গ্রুপপর্বে আর খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের। এবার দল থেকে ছিটকে গেলেন ডিফেন্ডার দানিলোও। চোটের কারণে গ্রুপপর্বের বাকি দুই ম্যাচ খেলতে পারবেন না তিনি।
সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের গ্রুপপর্বের ম্যাচে প্রথম একাদশে থাকলেও ম্যাচের শেষে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় দানিলোকে। ব্রাজিল দলের পক্ষ থেকে অবশেষে নিশ্চিত করা হয়েছে, নেইমারের মতোই অ্যাঙ্কেলের চোটে পড়েছেন দানিলো।
এ বিষয়ে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুলব্যাক দানিলোর অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। টিএনটি স্পোর্টস ব্রাজিল জানিয়েছে, সুইজারল্যান্ড এবং ক্যামেরুনের বিপক্ষে বাকি দুই ম্যাচ খেলতে পারবেন না ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার।