আর্জেন্টিনার পাঁচ পরিবর্তন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ১২:৫৫ এএম

ছবি: এএফপি
সৌদির কাছে হারের পর মেক্সিকোর বিপক্ষে আজকের ম্যাচ আর্জেন্টিনার জন্য বাঁচা-মরার লড়াই। আজকের লড়াইয়ে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি সর্বশেষ ম্যাচের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছেন।
সৌদি আরবের বিপক্ষে দলের রক্ষণভাগই বদলে ফেলেছে আর্জেন্টিনা। লেফট ব্যাকে ত্যাগলিয়াফিকোর জায়গায় রাখা হয়েছে মার্কোস অ্যাকুইনাকে। সেন্ট্রাল ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো বেঞ্চে বসেছেন।
তার জায়গায় শুরু করছেন লিয়ান্দ্রো মার্টিনেজ। রাইট ব্যাক মলিনার জায়গায় খেলছেন মন্টিয়েল।
মিডফিল্ডে রদ্রিগো ডি পল থাকলেও রাখা হয়নি লিয়ান্দ্রো পারদেসকে। তার জায়গায় খেলছেন গুইদো রদ্রিগেজ। এছাড়া পাপ্পু গোমেজের জায়গায় আর্জেন্টিনার একাদশে রাখা হয়েছে মার্ক এলেস্টারকে।
আর্জেন্টিনার একাদশ
এমি মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, লিয়ান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, গঞ্জালো মন্টিয়েল, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, মার্ক এলেস্টার, লিওনেল মেসি, ডি মারিয়া, লওতারো মার্টিনেজ।
মেক্সিকোর একাদশ
ওচোয়া, মরিনো, আরাউজো, মন্টেস, গ্যালার্ড, চাভেজ, গুয়ারদাদো, হেরেইরা, আলভারেজ, ভেগা, লোজানো।