কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে মুখোমুখি ইংল্যান্ড-সেনেগাল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২, ১২:৫১ এএম

ছবি: ইনফো ভ্যানডার
সেনেগালের বিপক্ষে মাঠে নামলো শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড। বিশ্বকাপ জয়ের মতই দল নিয়ে কাতারে এসেছে গ্যারাথ সাউথগেটের দল।
বিশ্বমঞ্চের গ্রুপ পর্বের এই আসরে অপরাজিত থেকেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে এসে আফ্রিকার শক্তিশালী দল সেনেগালকে পেয়েছে তারা। তাদের বিপক্ষে একাদশ থেকে ব্যক্তিগত কারণে বাদ পড়েছেন রহিম স্টার্লিং। ১৯৬৬ সালের পর আর বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি ইংল্যান্ড।
২০১৮ বিশ্বকাপে খুব কাছে গিয়েও সেমিফাইনাল থেকেই ফিরে যেতে হয় তাদের। তাই এবার বিশ্বজয়ের জন্য মুখিয়ে আছে ইংলিশরা।
অন্যদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে দারুণভাবে গ্রুপের দ্বিতীয় হয়ে নকআউট রাউন্ডে জায়গা করে নেয় সেনেগাল।
ইংল্যান্ড একাদশ: ফরমেশন (৪-২-৩-১)
জর্ডান পিকফোর্ড, হ্যারি ম্যাগুইরে, জন স্টোনস, লুক শ, কাইল ওয়াকার, হেন্ডারসন, ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন, ফোডেন, বুকায়ো শাকা।
সেনেগাল একাদশ: (ফরমেশন: ৪-২-৩-১)
এডুয়ার্ডো মেন্ডি, আবদু দিয়ালো, কালিদু কৌলিবালি, ইসমাইল জ্যাকবস, ইউসুফ সাবালি, মেন্ডি, দিয়াত্তা, পাথে সিস, বৌলায়ে দিয়া, ইসমাইল সার, ইলিমান এনদিয়ায়ে।