মেসি ম্যাজিকে ফাইনালের স্বপ্ন, মাঠে নামলো আর্জেন্টিনা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ১২:৫৬ এএম

ছবি: রয়টার্সের
স্বপ্নের বিশ্বকাপে শিরোপা বিজয়ের প্রত্যয় নিয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে মেসির আর্জেন্টিনা। ৩২ বছরের বিশ্বকাপ খরা মেটানোর এমন সুবর্ণ সুযোগ আর হয়তো হয় না।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও দলে পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আগের ম্যাচের ৩-৫-২ ফরমেশন থেকে সরে এসে আজ ৪-৪-২ ফরমেশন বেছে নিয়েছেন স্কালোনি।
যেখানে আগের ম্যাচে হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় থাকা আকুনার পরিবর্তে দলে আরেকজন অতিরিক্ত মিডফিল্ডার পারেদেসকে দলে নিয়েছেন আর্জেন্টাইন কোচ। লিসান্দ্রো মার্টিনেজের পরিবর্তে দলে সুযোগ দেয়া হয়েছে তাগলিয়াফিকোকে।
অপরদিকে ক্রোয়েশিয়া টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে ওঠার মিশনে ব্রাজিলকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই সেমিফাইনালে এসেছে তারা। তাই আগের একাদশই রাখছেন কোচ দালিচ।
আর্জেন্টিনা একাদশ: ফরমেশন (৪-৩-৩)
এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, তাগলিয়াফিকো, মলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, পারেদেস, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।
কোচ: লিওনেল স্কালোনি
ক্রোয়েশিয়া একাদশ: ফরমেশন (৪-৩-৩)
ডোমিনিক লিভাকোভিচ, জসকো জিভার্ডিওল, ডেজান লোভরেন, সোসা, জোসিপ জুরানোভিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিচ, লুকা মদরিচ, পাসালিচ, ইভান পেরিসিচ, আন্দ্রে ক্রামারিক।
কোচ: জ্লাতকো দালিচ