‘মেসিরাই জিতবে বিশ্বকাপ’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ১০:২০ পিএম

সুইডিশ ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ
সুইডিশ ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ ভবিষ্যদ্বাণী করেছেন, মেসিরা যে এবার বিশ্বকাপ ফুটবল জিতবে, তা ইতোমধ্যেই নির্ধারিত হয়ে গেছে। এ নিয়ে শঙ্কার কারণ নেই।
কাতারের লুসাইল স্টেডিয়ামে বসে ফ্রান্স-মরক্কোর খেলা দেখেছেন ইব্রাহিমোভিচ। সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে মরক্কোর বিশ্বকাপ ফাইনালের স্বপ্ন চূর্ণবিচূর্ণ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন ইব্রাহিমোভিচ। এক প্রশ্নের জবাবে এসি মিলানের এই স্ট্রাইকার বলেন, আমি কী বলতে চাইছি, তা আপনারা বুঝতেই পারছেন। আমি বলতে চাইছি, আমি মনে করি এবারের ট্রফিটা মেসির। খবর মার্সা, ডেইলি মেইলের।
এর আগে এক সাক্ষাৎকারে এই একই কথা বলেছিলেন ইব্রাহিমোভিচ। তখন বলেছিলেন, আর্জেন্টিনার এবারের দলটি ভালো। তারা যথেষ্ট আত্মবিশ্বাসী। এ অবস্থায় আমার ধারণা, মেসির কারণেই এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।