এখনই থামছেন না ডি’ মারিয়া

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ১০:৫৭ এএম

আনহেল ডি’ মারিয়া
কাতার বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ মাঠে নামা- এমনটিই জানিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবলার আনহেল ডি’ মারিয়া। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর মত পাল্টেছেন তিনি। স্থির করেছেন, খেলা চালিয়ে যাবেন তিনি।
এ বিষয়ে আর্জেন্টাইন উইঙ্গারের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও ফুটবলারদের ঘনিষ্ঠ টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গ্যাস্তন এদুল এই খবর জানিয়েছেন। কত দিন খেলা চালিয়ে যাবেন যদিও এটি এখনো অনিশ্চিত। ২০২৪-কোপা আমেরিকায়ও দেখা যাবে কিনা এই ফুটবল তারকাকে, তা সময়ই বলে দেবে। খবর ফক্স স্পোর্টসের।
এর আগে লিওনেল মেসিও জানিয়েছেন যে, এখনই অবসর নিচ্ছেন না তিনি।
২৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে গত কোপা জয়ের ফাইনালে তারই গোল ছিলো। গোল করেছেন ফিনালিসিমায়ও। ৩৪ বছর বয়সি ডি’ মারিয়া এই বিশ্বকাপকেই তার ক্যারিয়ারের শেষ ভেবে রেখেছিলেন। কিন্তু শিরোপা জয়ই হয়তো তার মন বদলে দিয়েছে।