বিয়ে করলেন পাকিস্তানি ক্রিকেটার হারিস

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৩:০৬ পিএম

পাকিস্তানি ক্রিকেটার হাসান রউফ ও তার নবপরিণীতা মুনজা মাসুদ মালিক। ছবি: জি নিউজ
আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। কিন্তু ইনজুরির কারণে পাকিস্তানের স্কোয়াডে ঠাঁই হয়নি তারকা পেসার হারিস রউফের। এই সময়েই শুভকাজটা সেরে ফেললেন তিনি। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন ২৯ বছর বয়সের ডানহাতি এই পেসার।
শনিবার (২৪ ডিসেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে রউফের বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানি পেসারের সতীর্থ ও বন্ধুরা। খবর ডন, খালিজ টাইমস ও এনডিটিভির।
হারিসের স্ত্রী তারই এক সময়ের সহপাঠী মুনজা মাসুদ মালিক। তিনি ইসলামাবাদভিত্তিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং মডেল। তাদের দুজনের সহপাঠী হিসেবে পরিচয় হয়েছিলো, অতঃপর পরিণয়সূত্রে আবদ্ধ হলেন।
পাকিস্তানের জার্সিতে একটি টেস্ট, ১৫ ওয়ানডে ও ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন হারিস। বল হাতে দানবীয় গতি তুলে বর্তমানে দলের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র হিসেবে নিজেকে তুলে ধরেছেন তিনি।