যৌন হয়রানির অভিযোগ অস্বীকার আলভেজের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ১১:০৯ পিএম

দানি আলভেজ। ফাইল ছবি
বার্সেলোনা ছেড়ে ইউএনএএমে যোগ দেয়ার ছয় মাসের মধ্যেই যৌন হয়রানির অভিযোগের মুখে পড়েছেন দানি আলভেজ। মেক্সিকান ওই ক্লাবের সঙ্গে হওয়া এক বছরের জন্য হওয়া চুক্তি নবায়নের গুঞ্জনের মধ্যেই এমন অভিযোগ সামনে এসেছে।
স্পেনের গণমাধ্যমে সম্প্রতি প্রচার হয়েছে, কাতালোনিয়ায় থাকাকালে এক নৈশ ক্লাবে আলভেজ এক নারীর শরীরের স্পর্শকাতর অংশে হাত দিয়েছিলেন। এই মুহূর্তে এটিই মেক্সিকান সংবাদমাধ্যমের সবচেয়ে আলোচিত ও সমালোচিত বিষয়। গুঞ্জন উঠেছে, ইউএনএএম আলভেজের সঙ্গে নতুন করে আর চুক্তি করবে না। খবর ডেইলি মিররের।
তবে নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ ও মেক্সিকোর সংবাদমাধ্যমে তাকে নিয়ে হওয়া সমালোচনার জবাবে অভিযোগ অস্বীকার করেন তিনি। ব্রাজিলীয় এই মিডফিল্ডার বলেন, সবকিছু ঠিক থাকলে পিউমা ডাকনামের ক্লাবটির সঙ্গে শিগগিরই নতুন চুক্তি করবেন।