জরিমানার কবলে সাকিবসহ ৩ ক্রিকেটার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ১১:৩২ পিএম

ফাইল ছবি
জরিমানার কবলে পড়েছেন ফরচুন বরিশালের দুই ক্রিকেটার বরিশালের সাকিব আল হাসান, এনামুল হক বিজয় ও রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান। তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে।
ম্যাচের দ্বিতীয় ইনিংসের শুরুতে নিয়ম ভেঙে মাঠে ঢুকে আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ান সাকিব। অনুমেয় ছিলো, শুধু শৃঙ্খলা ভাঙার দায়ে তাকেই জরিমানা করা হবে। কিন্তু সেই সঙ্গে রংপুরের সোহানও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য জরিমানার কবলে পড়েছেন। আর এনামুল লেগ বিফোর নিয়ে আপত্তি করায় তাকে শাস্তির আওতায় আনা হয়েছে।
ম্যাচ শেষে দুই ফিল্ড আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে তাদের জরিমানা করেন রেফারি মুজাহিদ স্বপ্ন। এছাড়া তাদের একটি করে ডি মেরিট পয়েন্ট দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মেনে নেওয়ায় তারা কম শাস্তির মুখে পড়েছেন।