খুলনাকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করলো সিলেট

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ১১:০২ এএম

ছবি: সংগৃহীত
খুলনা টাইগার্সকে ৩১ রানের বড় ব্যবধানে হারিয়ে বিপিএলের সুপার ফোর নিশ্চিত করেছে মাশরাফি মর্তুজার সিলেট। এতে করে টানা দুই জয়ে শীর্ষস্থান আরও পোক্ত করলো সিলেট।
টসে হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের বড় সংগ্রহ তোলে সিলেট। ওপেনার নাজমুল শান্ত ৬ রান করে আউট হন। অন্য ওপেনার তৌহিদ হৃদয় ৪৯ বলে খেলেন ৭৪ রানের ইনিংস। জাকির হোসেনকে সঙ্গে নিয়ে গড়েন ১১৪ রানের জুটি। জাকির ৩৮ বলে ৫৩ রান তোলেন। এছাড়া রায়ান বার্ল ২১ ও থিসারা পেরেরা ১৭ রান করেন।
জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬১ রানে থামে খুলনা। দলটির দুই ওপেনার তামিম (১২) ও আন্দ্রে বালব্রেনি (৭) ব্যর্থ হন। তিনে নামা শেই হোপ ২২ বলে ৩৩ রান করেন। চারে নামা মাহমুদুল জয় ২০ এবং পাঁচে নামা আজম খান ১৭ বলে ৩৩ রান করেন। পরের ব্যাটাররা রান না পাওয়ায় বড় ব্যবধানে হেরেছে খুলনা।
এই হারে খুলনা আট ম্যাচে মাত্র দুই জয়ে চার পয়েন্ট তুলেছে। অন্যদিকে সিলেট ১০ ম্যাচে ৮ জয় নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে। তাদের শুধু সুপার ফোর নয় সেরা দুই দলের একটি হয়ে কোয়ালিফায়ার খেলাও প্রায় নিশ্চিত।