১২ বছরের জেল হতে পারে আলভেজের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪১ এএম

দানি আলভেজ। ফাইল ছবি
বার্সেলোনার একটি নৈশ ক্লাবে গত ৩০ ডিসেম্বর ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজের বিরুদ্ধে এক নারীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। সেই অভিযোগের বিষয়ে থানায় সাক্ষ্য দিতে গিয়ে গ্রেপ্তার হন বার্সেলোনার সাবেক এই তারকা ফুটবলার। এমন অভিযোগে ৩৯ বছর বয়সের এই তারকার সঙ্গে সম্প্রতি চুক্তি বাতিল করে দিয়েছেন তার বর্তমান ক্লাব পুমাস।
যদিও প্রথম জবানবন্দিতে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন আলভেজ। তিনি উল্লেখ করেছিলেন, সেই নারীকে চেনেন না তিনি। কিন্তু পরে তিনি স্বীকার করেন যে একবার তাকে রেস্তোরাঁয় নিয়ে গেছিলেন তিনি। তৃতীয়বার ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার বিষয়টিও স্বীকার করেন। খবর ফুটবল ইস্পানা, ইএসপিএনের।
এদিকে, একটি স্প্যানিশ টেলিভিশন চ্যানেলের সাংবাদিক তার নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানতে পেরেছেন, সেই নারীর সঙ্গে জোর করে যৌন সম্পর্কে জড়ানোর বিষয়টি স্বীকার করেছেন আলভেজ।
অভিযোগ আদালতে প্রমাণিত হলে ১২ বছরের জেল হতে পারে দানি আলভেজের।