তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন কিম মিন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪০ পিএম

কিম মিন-জে
তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার কিম মিন-জে। এ মৌসুমের শুরুতে নাপোলিতে যোগ দেয়া এই কোরিয়ান ডিফেন্ডার ক্ষতিগ্রস্তদের সহায়তায় দান করেছেন ৭৫ হাজার ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৮৪ লাখ)।
দি কোরিয়ান কমিটি ফর ইউনিসেফ জানায়, কিম এই অর্থ তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দান করেছেন। কিমের অর্থগুলো দিয়ে মূলত দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের জরুরি ভিত্তিতে সহায়তা করা হবে।
গত ৬ ফেব্রুয়ার ঘটে এই ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়া। এ বিপর্যয়ে তুরস্কে প্রাণ হারিয়েছেন ৩৪ হাজারের বেশি মানুষ। বাড়িঘর হারিয়ে অনেকে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। খেলাধুলার সঙ্গে জড়িত থাকা অনেকে বেঁচে নেই।